প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯ | |
খুলনার দিঘলিয়া উপজেলার রাষ্ট্রায়ত্ত স্টার জুট মিলে ভয়াবহ অগ্নিকা- ঘটেছে। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে দিঘলিয়া উপজেলার চন্দনী মহল গ্রামে অবস্থিত স্টার জুট মিলে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় সোয়া ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে শুক্রবারও পোড়া পাটের ভেতর থেকে সুপ্ত আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়।
এদিকে, অগ্নিকা-ের ঘটনা তদন্তে মিল কর্তৃপক্ষ ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে। এ
ছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলীসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, রাত সোয়া ১০টার দিকে দিঘলিয়া উপজেলার চন্দনীমহল গ্রামে অবস্থিত স্টার জুট মিলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বয়রা, দৌলতপুর, খালিশপুর ও রিভার ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। প্রায় সোয়া ১ ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
মিলের প্রকল্প প্রধান (জি.এম) শাওন মাহমুদ জানান, আগুন লাগার সময় মিলের উৎপাদন বন্ধ ছিল। ফলে কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাটের উচ্ছিষ্ট অংশে প্রথমে আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি। তিনি বলেন, ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মিলের ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ার বিদুষ কুমার দাসকে প্রধান করা হয়েছে। দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে।
ফায়ার সার্ভিস খুলনার সহকারী পরিচালক দুলাল মিয়া বলেন, মিলের ১নং গোডাউনের ফিলাইভার রোল থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, বকেয়া মজুরিসহ ৯ দফা দাবিতে স্টার জুটমিলসহ খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। যে কারণে মিলের উৎপাদন বন্ধ রয়েছে। বন্ধের মধ্যেও এ ধরনের অগ্নিকা-ের ঘটনাকে সংশ্লিষ্ট অনেকেই রহস্যজনক বলে মন্তব্য করেছেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |