logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯
বললেন মোহাম্মদ নাসিম
অনেক পানি ঘোলা করে বিএনপি নির্বাচনে এসেছে
আলোকিত ডেস্ক

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এমপি মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি নির্বাচনে যাবে না ঘোষণা দিলেও অনেক পানি ঘোলা করে অবশেষে তারা নির্বাচনে এসেছে। তাদের সিদ্ধান্তহীনতার কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জনগণ ভোট দেন। কিন্তু শপথ না নিয়ে তিনি বগুড়ার জনগণের সঙ্গে বেঈমানি করেছেন।
আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার যৌথসভা দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খবর বাসস
শহরের শহীদ টিটু মিলনায়তনে যৌথসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক সাংগঠনিক সম্পাদক এমপি আবদুল মান্নান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, বগুড়া-৫ আসনের এমপি হাবিবর রহমান, উপনির্বাচনে সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টি জামান নিকেতা। এ সময় মোহাম্মদ নাসিম উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নিকেতাকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]