প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯ | |
কলেজছাত্রীসহ দেশের দুই জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন। এর মধ্যে পাবনায় কলেজছাত্রীসহ তিন এবং ময়মনসিংহে মাহেন্দ্র উল্টে দুইজন নিহত হয়েছেন। এছাড়া এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও তিনজন। প্রতিনিধিদের খবরÑ
ঈশ্বরদী : পাবনা ঈশ্বরদীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পিয়া নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। তার বাবা আশরাফুল ইসলাম এ ঘটনায় আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরবর্তী সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিয়ার বাড়ি সাহাপুরের আজিজল তলায়। পিয়া পাবনা এডওয়ার্ড কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। নিহত পিয়ার বাবা আশরাফুলকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, আশরাফুল ও তার মেয়ে পিয়া মোটরসাইকেলে পাবনা থেকে বাড়ি ফিরছিলেন। বাঁশেরবাদা বাজার এলাকায় তারা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় উভয়কেই হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে পিয়া মারা যায়। ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক হলেও ঘাতক চালক পালিয়ে গেছে। পিয়ার লাশ ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ঈশ্বরদী থানা পুলিশ জানিয়েছে।
এদিকে ঈশ্বরদীর ঢুলটিতে (ঈশ্বরদী-পাবনা মহাসড়কে) বাসচাপায় হামিদুর প্রামাণিক নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি ঈশ্বরদীর মাজদিয়া গোপালপুর এলাকার ভোলা প্রামাণিকের ছেলে। হামিদুর ঈশ্বরদী ফিড মিলের শ্রমিক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল পৌনে ৮টায় ঈশ্বরদী-পাবনা সড়কসংলগ্ন ঈশ্বরদী ফিড মিল থেকে কাজ শেষে বাইসাইকেল নিয়ে বাড়ি ফেরার উদ্দেশে ফিড মিলের সামনে সড়কে উঠলে পাবনা থেকে ঈশ্বরদী অভিমুখী আসা একটি যাত্রীবাহী বাস পেছন থেকে হামিদুরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বেড়া (পাবনা) : বেড়া সিএন্ডবি বাসস্ট্যান্ডের গোল চত্বরে ট্রাকচাপায় নাজিমুদ্দিন নামের এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। তিনি বেড়া উপজেলার চাকলা গ্রামের রহিম উদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার সময় নাজিমুদ্দিন অটোভ্যান গাড়ি নিয়ে বেড়া সিএন্ডবি বাসস্ট্যান্ডের গোল চত্বরে যাত্রীর জন্য অপেক্ষা করছিল। এসময় পঞ্চগড় থেকে আসা একটি পাথরভর্তি ট্রাক বেড়া সিএন্ডবি বাসস্ট্যান্ডের গোল চত্বরে এসে ট্রাকটি ঘোরাতে গিয়ে অটোভ্যান গাড়িটিকে ধাক্কা দেয়। এতে নাজিমুদ্দিন অটোভ্যান গাড়ি থেকে রাস্তায় ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পড়ে যায় এবং ঘটনা স্থলেই মারা যায়।
মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি এসআই আব্দুল খালেক জানান, পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। ড্রাইভার-হেলপার পলাতক রয়েছে।
ময়মনসিংহ : ময়মনসিংহ সদর উপজেলার গোপালপুর এলাকায় মাহেন্দ্র উল্টে ছয় মাসের শিশুসহ দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু জিসানের পরিচয় জানা গেলেও নিহত মাহেন্দ্র চালকের পরিচয় জানা যায়নি। এ সময় নিহত জিসানের মা কুলসুম ও খালা জেমি আহত হন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে তারাকান্দাগামী গোপালপুর এলাকায় একটি যাত্রীবাহী মাহেন্দ্র অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শিশু জিসানের মৃত্যু হয়। গাড়ির চালকসহ শিশুর মা ও খালা আহত হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে মাহেন্দ্র চালক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |