প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯ | |
ভারতের বিজেপি (ভারতীয় জনতা পার্টি) নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপুল বিজয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির বিশাল জয়ে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তিসহ অন্যান্য অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে বলে আশা প্রকাশ করেন। অন্যদিকে সপ্তদশ লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোটের নিরঙ্কুশ বিজয়ে চিঠিতে অভিনন্দন জানিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ অভিনন্দন বার্তা দেওয়া হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বিপুল বিজয়ের ১৪ দলীয় জোটের শরিক ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানানো হয়েছে। বিপুল জয়ের পর ভারতের বিজেপি সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবেÑ সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন। তিনি এবার স্পেকুলেশনকেও ছাড়িয়ে গেছেন। নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী; বার্তা পাঠিয়েছেন।’ কাদের বলেন, ‘গতবার মোদি সরকারের আমলে আমাদের সঙ্গে অনেক অমীমাংসিত সমস্যার সমাধান হয়েছে। গত মোদি সরকারের সাহসিকতা ও বিচক্ষণতার প্রমাণ দুই দেশের সীমান্ত সমস্যার সমাধান। এবার নরেন্দ্র মোদি তার দেশের জনগণের আস্থা আরও বেশি করে পেয়েছেন। আমরা আশা করি, আমাদের সঙ্গে তিস্তা চুক্তিসহ অমীমাংসিত বিষয়গুলোর সমাধান যে প্রক্রিয়ায় আছে, সেটা আরও দ্রুত হবে।’
এদিকে সপ্তদশ লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোটের নিরঙ্কুশ বিজয়ে চিঠিতে অভিনন্দন জানিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ অভিনন্দন বার্তা দেওয়া হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তখন সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে মহাসচিব জানান, এ বিষয়ে লিখিত বিবৃতি দেওয়া হবে। পরে আমীর খসরু বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আমীর খসরু বলেন, বিজেপিকে বিএনপির এ অভিনন্দন বার্তা সংবলিত চিঠি দুই-একদিনের মধ্যে ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পৌঁছে যাবে। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘ভারতের নির্বাচনের সবচেয়ে ভালো দিক হচ্ছে, সে দেশের জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পেরেছে, যেটা বাংলাদেশের জনগণ পারেনি।’ ভারতের গণতন্ত্র সফল হয়েছে উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভারতের জনগণের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে তাদের গণতন্ত্রকে তারা আরও শক্তিশালী করেছে, এটা সবেচেয়ে ভালো দিক। ভারতের জনগণ নরেন্দ্র মোদির পক্ষে রায় দিয়েছেন। তিনি জনগণের ভোটে জয়লাভ করেছেন। ভারতের নতুন সরকারের কাছে প্রত্যাশা সম্পর্কে তিনি বলেন, ‘আমরা চাই দুই দেশের পারস্পরিক সম্পর্ক রাষ্ট্র এবং জনগণের সঙ্গে হবে। ভারত-বাংলাদেশ সম্পর্ক বৃদ্ধি পাবে। দুই দেশ ও দুই দেশের জনগণের মধ্যে পরস্পরের সহযোগিতা ও পরস্পরের প্রতি সম্মানজনক অবস্থান থেকে সম্পর্ক গড়ে উঠবে। বিশেষ করে আঞ্চলিক সহযোগিতা শক্তিশালী হবে।’ প্রসঙ্গত, ভারতের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে বিজেপি দ্বিতীয়বারের মতো দেশটির ক্ষমতায় এলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের গেলবারের মতো উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি। তবে দলীয়ভাবে বিজেপিকে অভিনন্দন এবং নেতাদের বক্তব্যে বিজেপি সরকারের কাছে প্রত্যাশার বিষয়টি ফুটে উঠেছে। লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট নিরঙ্কুশভাবে জয়লাভ করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির মকবুল আহমাদ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিনন্দনের কথা জানান। তিনি বলেন, আশা করি, নরেন্দ্র মোদির সরকার ভারতকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশসহ প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক আরও দৃঢ় করবে। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও জোরদার হবে এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে। নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন জামায়াত আমির।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |