
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯ | |
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অপরাধে ২১ জনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। র্যাব ৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ নূর সালেহীন জানান, শুক্রবার কলারোয়া থানার পাশে সোনালী সুপার মার্কেটের কিডস কোচিং সেন্টারের ব্ল্যাকবোর্ডে ফাঁস করা প্রশ্নের উত্তর লিখে দেওয়ার সময় তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে পাঁচজন হলেনÑ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পরানখালী গ্রামের আহসান আলীর ছেলে আবদুল হালিম, কলারোয়ার
ঝাপাঘাটা গ্রামের আবদুুল আজিজের ছেলে জনতা ব্যাংকের একটি শাখার ব্যবস্থাপক আফতাবুজ্জামান, আবদুল আলিমের ছেলে শিক্ষক আমিরুল ইসলাম, আশাশুনি উপজেলার চেউটিয়া গ্রামের আবদুল ওহাবের ছেলে কৃষি ব্যাংকের একটি শাখার ব্যবস্থাপক মনিরুল ইসলাম, কাকবাশিয়া গ্রামের রইছ উদ্দীনের ছেলে শিক্ষক তরিকুল ইসলাম।
র্যাব কর্মকর্তা বলেন, এ পাঁচজন প্রশ্নপত্র ফাঁসচক্রের হোতা। গোপন সংবাদের ভিত্তিতে সোনালী সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে সাত নারীসহ ২৮ জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তালা উপজেলার ধানদিয়া এলাকা থেকে আবদুল হালিম নামে একজনকে আটক করা হয়। তিনি বলেন, তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুর রহমান ২১ জনকে দুই বছর করে কারাদ- দেন। বাকি আটজন ছিলেন অভিভাবক। তাদের বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়। তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, ঢাকায় বসে একটি চক্র ১২ লাখ টাকার চুক্তিতে তাদের কাছে প্রশ্ন ও উত্তর বলে দেবে। এসব প্রশ্ন ও উত্তর ব্ল্যাকবোর্ডে লিখে পরীক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার সময় তাদের আটক করা হয়। এ জন্য সিন্ডিকেটের হাতে অগ্রিম পাঁচ লাখ টাকা দিতে হয়েছে পরীক্ষার্থীদের। বাকি টাকা পরীক্ষা শেষে দেওয়ার কথা ছিল। প্রতারক চক্রটির কাছ থেকে যে প্রশ্নপত্র উদ্ধার করা হয়েছে তার সঙ্গে মূল প্রশ্নের হুবহু মিল রয়েছে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |