
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯ | |
নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঈদ সামনে রেখে এখনো বলার মতো কোনো ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটেনি। কিন্তু তার মানে এই না যে ছিনতাইকারী, চাঁদাবাজ, অজ্ঞান পার্টির অস্তিত্ব নেই। তারা আছে। তবে পুলিশ তাদের দৌড়ের ওপর রেখেছে। শুক্রবার দুপুরে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। পথশিশুদের ঈদের পোশাক বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক হচ্ছে মজার স্কুল নামের একটি সংগঠন।
আছাদুজ্জামান মিয়া বলেন, অপরাধীদের রোজা শুরুর আগে থেকেই গোয়েন্দা সদস্যরা নজরদারি করেছে। এ কারণে অপরাধীরা কোণঠাসা হয়ে পড়েছে। অভিযানের ফলে অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে। আমাদের কর্মকা-ের জন্য অপরাধীরা দমনে রয়েছে।
কমলাপুরের এ অনুষ্ঠানে আছাদুজ্জামান মিয়া বলেছেন, ছিনতাই-চাঁদাবাজির সুস্পষ্ট কোনো ঘটনা নেই। অপরাধীর নাম নেই। এভাবে অপরাধীকে ধরা যাবে না। কেউ সুস্পষ্ট বর্ণনা দিতে পারলে সে অপরাধী রক্ষা পাবে না।
পুলিশ কমিশনার বলেন, আমরা পুলিশের লোক সারা দিন ডিউটি করি। ঢাকা শহরে দুই হাজার পুলিশ সদস্য রাস্তায় দাঁড়িয়ে সারা দিন ডিউটি করেন। এমনকি প্রিয়জনদের সঙ্গে ইফতারও করতে পারেন না। রাস্তায় দাঁড়িয়ে একটা খেজুর ও এক গ্লাস পানি দিয়ে ইফতার করেন তারা। তবু তাদের মুখে হাসি। নাগরিকদের সুবিধার স্বার্থে তারা দায়িত্ব পালন করছেন। সারা দিন, সারা রাত আমরা দায়িত্ব পালন করি। চেকপোস্ট-তল্লাশি করি, ব্লক রেড দেই, যেন সন্ত্রাসী বা দুর্বৃত্তরা শান্তিকামী মানুষকে কষ্ট দিতে না পারে।’
ঈদে ফাঁকা ঢাকা ও ঘরমুখী মানুষের নিরাপত্তার বিষয়ে ডিএমপির কমিশনার বলেন, বাস, লঞ্চ, ট্রেনের টিকিট কালোবাজারি দমনে ব্যবস্থা নেওয়া হয়েছে। ফাঁকা ঢাকায় চুরি, ডাকাতি ঠেকাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময়ে পুলিশের পাশাপাশি বিভিন্ন সিকিউরিটি এজেন্সির সদস্যরাও কাজ করবেন।
নতুন পোশাক বিতরণের পর শিশুদের উদ্দেশে কমিশনার বলেন, তোমাদের প্রতি একটাই অনুরোধ, তোমরা মাদকে জড়িয়ে যাবে না। এটি ভয়াবহ ক্যান্সার। কারণ রোগ হলে একজন মানুষ মারা যায়, দুর্ঘটনা ঘটলে কয়েকজন মারা যায়। কিন্তু মাদক নিলে পুরো পরিবার ধ্বংস হয়ে যায়, সমাজ ও জাতি শেষ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়। মাদক কেউ দিতে চাইলে সঙ্গে সঙ্গে তা পুলিশকে জানাবে। আমরা ব্যবস্থা নেব।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |