logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, মে ২৬, ২০১৯
ওয়ার্নারকে ‘প্রতারক’ বলল ইংলিশ সমর্থকরা
স্পোর্টস ডেস্ক

বল টেম্পারিং কেলেঙ্কারির কারণে পাওয়া নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলেছে; কিন্তু কট্টর ইংলিশ দর্শকদের রোষানল থেকে বাঁচতে পারলেন না ডেভিড ওয়ার্নার। শঙ্কাকে সত্যি করে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যানকে দুয়ো দিয়েছে সমর্থকরা। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ার্নার ব্যাট হাতে মাঠে নামার পরপরই গ্যালারি থেকে উচ্চস্বরে ভেসে আসে, ‘তুমি প্রতারক!’
২৫ মে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সাউদাম্পটনের রোজ বোলে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটা থেকে গড়িয়েছে মাঠের লড়াই। টসে হেরে অসিরা ব্যাটিংয়ে নামার পর ওপেনার ওয়ার্নারকে লক্ষ্য করে নানা কটু বাক্য ছুড়ে দিয়েছেন সমর্থকরা।  আর আসন্ন বিশ্বকাপ দিয়েই মাঠে ফিরছেন দুজনে। চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মাঠে তাদের ফেরা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন অসি কোচ জাস্টিন ল্যাঙ্গার। স্মিথ-ওয়ার্নারকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হতে পারে, এমন শঙ্কা জানিয়েছিলেন তিনি। সেই ভয়ের প্রমাণ মিলল হাতেনাতে। ইনিংসের গোড়াপত্তন করতে ওয়ার্নার মাঠে ঢোকার সঙ্গে সঙ্গেই গ্যালারিতে শোরগোল ওঠে। তাকে দুয়ো দিতে শুরু করেন মাঠে উপস্থিত দর্শকদের একাংশ। একজন চিৎকার করে বলে ওঠেন, ‘প্রতারক ওয়ার্নার মাঠ থেকে বেরিয়ে যাও।’

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : info@alokitobangladesh.com, alokitobd7@gmail.com, alokitobdad@gmail.com