
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, মে ২৬, ২০১৯ | |
ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় ‘বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়ীয়ার জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খাঁন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিসোর্স পারসন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব শামসুল ইসলাম। সেমিনারে বক্তারা বলেন, যথাযথ দক্ষতা নিয়ে বিদেশে গেলে অধিক রেমিট্যান্স পাওয়া যাবে। আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষতার বিকল্প নেই। এক্ষেত্রে সচেতনতার অভাবেই অধিকাংশ হয়রানি, প্রতারণা ও বঞ্চনার ঘটনা ঘটে। সংবাদ বিজ্ঞপ্তি
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |