logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, মে ২৬, ২০১৯
পেটের ভেতর ছুরি চামচ-টুথব্রাশ!
আলোকিত ডেস্ক

শুনে হয়তো অবাক লাগতে পারে। ৩৫ বছর বয়সি এক ব্যক্তি ছুরি, স্ক্রুড্রাইভার, চামচ এমনকি টুথব্রাশও গিলে ফেলেছিলেন। এসব জিনিস তার পাকস্থলী থেকে বের করেছেন চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে ভারতের হিমাচল প্রদেশে। পেটে ব্যথা নিয়ে বৃহস্পতিবার হিমাচল প্রদেশের শ্রী লালবাহাদুর শাস্ত্রী নামের এক সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই ব্যক্তি। এক্সরে করে চিকিৎসকরা জানতে পারেন তার পেটের ভেতর বেশ কিছু ধাতব বস্তু রয়েছে। এগুলো তাড়াতাড়ি বের করতে না পারলে বড় ধরনের বিপদ হতে পারত। সঙ্গে সঙ্গেই তার অস্ত্রোপচার করা হয়। কিন্তু অস্ত্রোপচার করে এমন সব জিনিস উদ্ধার হয়েছে, যেগুলো দেখে তাজ্জব হয়ে গেছেন চিকিৎসকরাও। ওই ব্যক্তির পাকস্থলী থেকে ৮টি চামচ, দুটি স্ক্রুড্রাইভার, দুটি টুথব্রাশ ও একটি ছুরি পাওয়া গেছে। একজন সুস্থ মানুষের পক্ষে এগুলো খাওয়া একেবারেই সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। ওই হাসপাতালের চিকিৎসক নিখিল জানিয়েছেন, তার সুস্থতার জন্য যাবতীয় চেষ্টা করা হচ্ছে। আপাতত অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]