logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, মে ২৬, ২০১৯
রোজা ফরজ হওয়ার বয়স
মাসআলা
মুফতি শাঈখ মুহাম্মাদ উছমান গনী

রোজা ও নামাজ ফরজ হওয়ার জন্য বয়স মুখ্য নয়, বালেগ হওয়া বা সাবালকত্ব অর্জন করাই রোজা ও নামাজ ফরজ হওয়ার বয়স। বিজ্ঞজনদের মতে, বাংলাদেশের আবহাওয়া ও পারিপার্শ্বিকতায় এটি সাধারণত ছেলেদের ক্ষেত্রে তেরো থেকে পনেরো বছর এবং মেয়েদের ক্ষেত্রে এগারো থেকে তেরো বছরে হয়ে থাকে; যদিও ক্ষেত্রবিশেষ নয় বছরেও হতে পারে। মূলত শরীর স্বাস্থ্য বৃদ্ধিগতি, বংশগতধারা ও খাদ্যাভ্যাসসহ নানা প্রভাবক ও কিছু উদ্দীপক এক্ষেত্রে নিয়ামক ভূমিকা পালন করে। এ সময় ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে; কণ্ঠস্বর পরিবর্তন হয়, আচরণে পার্থক্য ও নতুনত্ব আসে; নারী বা পুরুষ সত্তার বিকাশ প্রকাশ ও স্বাতন্ত্র্য সৃষ্টি হয়। এ সময় থেকে রোজা পালন ও নামাজ আদায় করা বাধ্যতামূলক ফরজ হয়। পালন না করলে কাজা আদায় করতে হয়, রোজা রেখে ভাঙলে কাফফারাসহ আদায় করতে হয়। এ সময় থেকে এদের সওয়াব ও গোনাহ লেখা শুরু হয়। অবহেলা করে রোজা না রাখা অনেক বড় গোনাহ। বাবা-মা বা অভিভাবক যদি এদের রোজা রাখতে নিরুৎসাহিত করেন; তবে তারাও গোনাহগার হবেন। তবে কেউ অসুস্থ বা অক্ষম হলে তার জন্য কাজা বা ফিদইয়ার বিধান রয়েছে। (ফাতওয়া শামী)। 

 

 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]