
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, মে ২৬, ২০১৯ | |
গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। রাজধানীর সেগুনবাগিচায় শুক্রবার গণপূর্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে গণপূর্ত অধিদপ্তর আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, আমাদের কর্মকা-ে, আচার-আচরণে, ভাষা ব্যবহারসহ সব কিছুতে সংযত ও সংযমী হতে হবে। আমরা যেন অনৈতিকতা ও পাপাচারে নিজেদের জড়িয়ে না ফেলি। মানুষের জীবনে কল্যাণকর হলো নীতি- নৈতিকতা ও মূল্যবোধ উল্লেখ করে মন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে ইতিবাচক ইমেজ গঠনের অনুরোধ জানান। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি অনাকাক্সিক্ষত সংবাদ আমাদের অনেক ভালো কাজকে মøান করে দেয় উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের ভাবমূর্তি যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |