
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, মে ২৬, ২০১৯ | |
নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বিগত দিনে যারা ব্যক্তিস্বার্থকে গুরুত্ব না দিয়ে জাতীয় পার্টির রাজনীতির মাঠে ছিল, যারা ক্রিম খেতে রাজনীতিতে আসেনি ভবিষ্যতে তাদেরই মূল্যায়ন করা হবে জাতীয় পার্টির রাজনীতিতে। ব্যক্তিস্বার্থ
উৎসর্গ করে যারা দেশ ও মানুষের ভাগ্যোন্নয়নের রাজনীতি করেছে সেই তরুণদের জাতীয় পার্টির নীতিনির্ধারণী পর্যায়ের নেতৃত্বে নিয়ে আসা হবে। শনিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে কুমিল্লা মহানগর বিএনপি নেতা হুমায়ুন কবির মুন্সির নেতৃত্বে অর্ধশত নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।
জিম কাদের বলে, টাকা বা অস্ত্র নয়, আমরা মানুষের ভালোবাসার শক্তি দিয়ে জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যাব। তিনি বলেন, রাজনীতির প্রতি সাধারণ মানুষের বিতৃষ্ণা সৃষ্টি হয়েছে, অনেকেই রাজনীতিকে ব্যবসা মনে করছেন। রাজনীতিতে টাকা লগ্নি করে আবার সেই টাকা তুলে নিতে চেষ্টা করেন। সাধারণ মানুষ চায় স্বচ্ছ ও নির্মোহ রাজনীতি। আর এ কারণেই দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছেন। সাধারণ মানুষ মনে করেন, জাতীয় পার্টিই তৃতীয় শক্তি হিসেবে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে।
এসময় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, কেন্দ্রীয় নেতা কাজী জামাল উদ্দিন, উপস্থিত ছিলেন ড. নুরুল আজহার, ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা রানী, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মিলন, মো. হেলাল উদ্দিন। হুমায়ুন কবির মুন্সির নেতৃত্বে যোগদান করেনÑ রফিকুল ইসলাম মেম্বার, হারুন চৌধুরী মেম্বার, তাজুল ইসলাম মাস্টার, কাজী মোমিন উদ্দিন, শাহীন আলম, গোলাম মোস্তফা, সিরাজুল ইসলাম, মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, মো. মিজানুর রহমান।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |