logo
প্রকাশ: ১২:০০:০০ AM, সোমবার, মে ২৭, ২০১৯
বেজা ও জাপানের সুমিতোমোর মধ্যে চুক্তি
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন উন্নয়নের জন্য বেজা ও জাপানের সুমিতোমো করপোরেশনের মধ্যে রোববার এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১ হাজার একর জমির ওপর জাপানি সুমিতোমো করপোরেশনের অর্থনৈতিক অঞ্চলটি গড়ে উঠবে। এটি দেশের প্রথম জিটুজিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল। এ অর্থনৈতিক অঞ্চল চালু হলে সেখানে প্রায় ২০ বিলিয়ন সমমূল্যের জাপানি বিনিয়োগ আনয়ন করা সম্ভব হবে। জয়েন্ট ভেঞ্চার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি মি. ইয়োশিবুমি বিতো, বাংলাদেশ জাপান দূতাবাসের মিনিস্টার মি. তিকেশি ইতো এবং সুমিতোমো করপোরেশনের জেনারেল ম্যানেজার মি. ইয়াসুশি ফুকুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। বেজার মো. শোহেলের রহমান চৌধুরী এবং সুমিতোমো করপোরেশনের মি. ইয়াসুশি ফুকুদা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি নজিবুর রহমান বলেন, বেজাকে এ অর্জনের জন্য অভিনন্দন। বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগের ইতিহাসে নতুন অধ্যায় সূচিত হয়েছে। জিটুজি ভিত্তিতে এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]