logo
প্রকাশ: ১২:০০:০০ AM, সোমবার, মে ২৭, ২০১৯
বিএনপির প্রতি জনগণের আস্থা নেই : নাসিম
সিরাজগঞ্জ প্রতিনিধি

সাবেক স্বাস্থ্যমন্ত্রী এমপি মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির গণমুখী রাজনীতিতে এখন কোনো চরিত্র নেই। নিজেরাই নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে, তাদের প্রতি জনগণের আস্থা নেই। বিএনপি জনগণের ভোট নিয়ে সংসদে যোগ দেওয়া নিয়ে নানা টালবাহানা করে অবশেষে সংসদে যোগ দিলে দলের মহাসচিব কেন শপথ নিলেন না। এ প্রশ্নের জবাব এখন জনগণ চায়। রোববার কাজিপুর উপজেলার পাচগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির 

ছেড়ে দেওয়া আসন উপনির্বাচনে প্রার্থী দিয়ে প্রমাণ করেছে তারা 

নিজেরাই নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে। যারা নিজেরা রাজনৈতিক সিদ্ধান্ত পরিবর্তন করে সেই নেতৃত্বের প্রতি জনগণের কোনো আস্থা থাকে না। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই রাজনীতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বলেই জনগণ নৌকায় বার বার ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করেছে। তিনি বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে বলেন, সিরাজগঞ্জ-কাজিপুর ধুনট-শেরপর সড়ক আগামী অর্থবছরের শুরুতেই চার লেনে রূপান্তরিত হবে। এটি হবে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরাঞ্চলে প্রবেশের একটি বিকল্প সড়ক। সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন এবং সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন। এর আগে মোহাম্মদ নাসিম কাজিপুরে শহীদ এম মনসুর আলী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি), নির্মাণাধীন ম্যাটস পরিদর্শন করেন। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]