প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, মে ২৮, ২০১৯ | |
চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য লড়াইটা ছিল মূলত চার দলের মাঝে। ইন্টার মিলান, আটলান্টা, এসি মিলান ও রোমা; সবার লক্ষ্যই ছিল শীর্ষ চারের শেষ দুই জায়গাটা দখলের। সিরি-আর রোমাঞ্চকর শেষ দিনে সেই লক্ষ্যে সফল হলো ইন্টার ও আটলান্টাই। শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত সাসুউলোকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলবে আটলান্টা। অন্যদিকে এম্পোলিকে ২-১ গোলে হারিয়ে শীর্ষ চারে থাকা নিশ্চিত করেছে ইন্টার। নিজেদের শেষ ম্যাচে জিতেও আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা হচ্ছে না এসি মিলান ও রোমার। চতুর্থ স্থানে থেকেই চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করল ইন্টার। জুভেন্টাসকে এ মৌসুম শেষেই বিদায় বলছেন ম্যাসিমিলিয়ানো আলেগ্রি। ক্লাবের হয়ে শেষটা অবশ্য হার দিয়েই হলো তার। সাম্পদোরিয়ার কাছে ২-০ গোলে হেরেছে জুভেন্টাস। ইন্টারের সঙ্গে ড্র করে অবনমন প্রায় বাঁচিয়েই ফেলেছিল এম্পোলি। শেষ মুহূর্তে গোল খেয়ে হারতে হয়েছে তাদের। অন্যদিকে ফিওরেন্টিনার সঙ্গে গোলশূন্য ড্র করেছে জেনোয়া। ৩৮ ম্যাচ শেষে জেনোয়া, এম্পোলি দুই দলেরই পয়েন্ট দাঁড়ায় ৩৮। তবে এক গোলের ব্যবধানে এগিয়ে থেকে অবনমনের হাত থেকে বেঁচে গেছে জেনোয়া।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |