logo
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, মে ২৮, ২০১৯
প্রস্তুতির শেষ সুযোগ
স্পোর্টস রিপোর্টার

প্রস্তুতি ম্যাচ
বাংলাদেশ-ভারত
ম্যাচ শুরু বিকাল ৩.৩০
সরাসরি, স্টার স্পোর্টস-১

বিশ্বকাপের আগে সব দলই দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে; কিন্তু রোববার নিজেদের প্রথম সেই সুযোগটি বাংলাদেশ কাজে লাগাতে পারেনি বৃষ্টির কারণে। পরিত্যক্ত হয়েছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। তাই মূল লড়াইয়ের আগে টাইগাররা এখন অধীর অপেক্ষায় রয়েছে আজ ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে। টাইগারদের পয়মন্ত ভেন্যু কার্ডিফের সোফিয়া গার্ডেনে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-১।
সার্বিক শক্তির বিবেচনায় দুটি দলের মধ্যে অনেক পার্থক্য থাকলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত মুখোমুখি হওয়া মানেই টানটান উত্তেজনা, রোমাঞ্চকর পর্বশেষে ম্যাচের ফয়সালা! ভারতের বিপক্ষে টাইগার দলের বারবার তীরে এসে তরী ডোবার গল্প লেখা হয়েছে। সবশেষ এশিয়া কাপ ও নিদাহাস ট্রফির ফাইনালে সেটাই হয়েছে। টানটান উত্তেজনার সঙ্গে ¯œায়ুর কঠিন পরীক্ষা। তাতে আগের দুই মুখোমুখিতেই জয়ী দলটির নাম ভারত। ২০১৬ সালে বেঙ্গালুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি যোগ করলে তিন বছরে তিনটি হৃদয়বিদারক হারের সাক্ষী বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশের সামনে আজ আরও একটি ভারত ম্যাচ। বিশ্বকাপের প্রস্তুতি হলেও অতীত ইতিহাস সাক্ষ্য দিচ্ছে কার্ডিফে হাইভোল্টেজ ম্যাচই অপেক্ষা করছে দু’দলের জন্য।
নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি ভারত। ১৭৯ রানে গুটিয়ে গিয়ে হেরেছে ছয় উইকেটে। অন্যদিকে ২০০৫ সালে অস্ট্রেলিয়া ও গত চ্যাম্পিয়নন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারানোর ভেন্যু কার্ডিফ থেকেই শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় বিশ্বকাপ অভিযানে নামার আগে ভারতের বিপক্ষে ম্যাচটিই টাইগারদের ব্যাটে-বলে ঝালিয়ে নেওয়ার একমাত্র সুযোগ। বিশ্বকাপের আসল মিশন শুরুর আগে ব্যাটসম্যানদের জন্য উইকেটের বাউন্স, বোলারদের জন্য সঠিক লেন্থ বুঝে নেওয়া যে জরুরি। ৮ জুন এ মাঠেই স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের। তার আগে টাইগারদের প্রথম দুটি ম্যাচ ওভালে ২ ও ৫ জুন, প্রতিপক্ষ যথাক্রমে দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ড।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ আরও উদ্যমী হয়ে ওঠার রসদ পেতে পারে ভারতকে হারালে। দলের সিনিয়র-জুনিয়র সব ক্রিকেটারের কাছেই ভারতের বিপক্ষে জয় বিশেষ কিছু। আসল লড়াইয়ে লন্ডন যাওয়ার আগে সবচেয়ে বড় টনিকটা বাংলাদেশ তাই নিয়ে যেতে পারে কার্ডিফ থেকেই। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না হওয়ায় অনেকেই হতাশ হয়েছেন; কিন্তু টাইগার কোচ স্টিভ রোডস ততটা হতাশ নন, ‘ম্যাচ হলে অবশ্যই ভালো লাগত। বৃষ্টি নিয়ে কিছু করার নেই। তবে আমরা খুব একটা হতাশও নই। আয়ারল্যান্ডে সিরিজ খেলে এসেছি আমরা, দল বেশ ভালো অবস্থায় আছে। ভারতের বিপক্ষে ম্যাচে অনুশীলনের আরেকটি সুযোগ আমাদের আছে। সেদিকে তাকিয়ে আছি আমরা।’
এদিকে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে টাইগার দলের জন্য স্বস্তির খবর হচ্ছে দলের ‘পঞ্চ পা-বের’ অন্যতম সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের চোট সেরে পুরো ফিট হয়ে ফেরা। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে ইনজুরিতে পড়েন অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই ফাইনাল ম্যাচটিও খেলতে পারেননি তিনি। চিন্তার কারণ ছিল বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হতে পারবেন কিনা সাকিব। সেই শঙ্কাটা কেটেছে বিশ্বসেরা এ অলরাউন্ডারের। কোচ স্টিভ রোডস নিজেই নিশ্চিত করেছেন সাকিবের সুস্থতার খবর। অন্যদিকে কাঁধে চোট পাওয়ায় অনেকদিন ধরেই বোলিং করতে পারছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তিনিও পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। দলের অনুশীলনে বলে হাত ঘোরানো শুরু করেছেন। আজ ভারতের বিপক্ষে টাইগারদের বোলিং আক্রমণেও দেখা যেতে পারে এ অলরাউন্ডারকে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]