logo
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, মে ২৮, ২০১৯
মতিঝিলে ৩০ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৭
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিলে জাল নোট চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
এ সময় তাদের কাছ থেকে ৩০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ডিবি উত্তরের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো শাহীন (৩৭), মাহিনুর বেগম (২৬), আলী (৩৫), রিয়ান নাজিম (২৭), আবদুস সামাদ (৪৫), আবদুল করিম (৬০) ও রাসেল (২০)।
ডিবি উত্তরের ডিসি মশিউর রহমান বলেন, আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে বিভিন্ন শপিংমল ও মার্কেটে জাল টাকা বাজারজাত করার পরিকল্পনা নিয়ে মাঠে নামে চক্রটি। তারা প্রথমে পাইকারি বিক্রেতার কাছে ১ লাখ টাকার জাল নোট বিক্রি করে ১৪ থেকে ১৫ হাজার টাকায়। পরবর্তী ধাপে খুচরা বিক্রেতার কাছে ওই টাকা বিক্রি করা হয় ২০ থেকে ২৫ হাজার টাকায়। প্রথম খুচরা বিক্রেতা দ্বিতীয় খুচরা বিক্রেতার কাছে প্রতি লাখ জাল নোট বিক্রি করে ৪০ থেকে ৪৫ হাজার টাকায়। দ্বিতীয় খুচরা বিক্রেতার হাত ধরে এ জাল টাকার মূল্য হয়ে যায় আসল টাকার সমান। 
মাঠপর্যায়ে তাদের কর্মীরা বিভিন্ন জিনিস কিনে জাল টাকা সরাসরি বাজারজাত করে। তিনি আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। জাল টাকা উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]