logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ২৯, ২০১৯
প্রাথমিক স্তর থেকেই প্রোগ্রামিং শিক্ষার তাগিদ
প্রযুক্তি প্রতিবেদক

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রাথমিক স্তর থেকেই কম্পিউটার প্রোগ্রামিং শিক্ষাটা জরুরি। এটি শুধু প্রোগ্রামার
হওয়ার জন্য নয়, এটি শিশুর জীবনে যে কোনো সমস্যা মোকাবিলায়ও কাজে লাগবে। তিনি ২২ মে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতার প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রাধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তথ্যপ্রযুক্তি বিভাগ ও ইয়াংবাংলার যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করছে। মন্ত্রী আরও বলেন, আগামী দিনের প্রযুক্তির বিস্ময়কর চ্যালেঞ্জ মোকাবিলায় উপযোগী করে গড়ে তুলতে হলে শিশুদের যুক্তিসঙ্গত চিন্তাভাবনা করার সুযোগ দিতে হবে। তাদের মধ্যে  সৃজনশীলতা তৈরি করতে হবে ও সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনে তাদের প্রস্তুত করতে হবে।
প্রাথমিক স্তরে তথ্যপ্রযুক্তি শিক্ষাকে বাধ্যতামূলক করতে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, প্রোগ্রামিং শেখাটা প্রাথমিক স্তর থেকেই শুরু হবে। এরই ধারাবাহিকতায় জাতীয় পর্যায়ে শিশু-কিশোরদের প্রোগ্রামিং টুর্নামেন্ট বাধ্যতামূলক করতে চান।
২০১৮ সালে দেশে প্রথমবারের মতো জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু হয়।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]