logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, মে ২৯, ২০১৯
জীবনের শ্রেষ্ঠ সময়ের মুখোমুখি স্বরলিপি
বিনোদন প্রতিবেদক

উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের সঙ্গে জীবনের শ্রেষ্ঠ সময় কাটিয়েছেন বলে অভিহিত করেছেন এ সময়ের শুদ্ধ সুরের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী তানজিনা করিম স্বরলিপি। গাজী মাজহারুল আনোয়ারের লেখা মৌলিক গানে এখনও স্বরলিপি কণ্ঠ দিতে না পারলেও তার লেখা আগের অনেকগুলো গান গাইবার সুযোগ হয়েছে। তাও আবার গাজী মাজহারুল আনোয়ারের সামনে বসেই স্বরলিপি সেসব গান গেয়েছেন। চ্যানেল আইয়ে প্রচার চলতি জনপ্রিয় সংগীতানুষ্ঠান ‘পালকি’র জন্য স্বরলিপি বেশ কিছু গান গেয়েছেন। গাজী মাজহারুল আনোয়ারের লেখা সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘মাগো আর তোমাকে’, ‘ওকে আর করলো না কেউ বিয়ে’, আঞ্জুমান আরার গাওয়া ‘আয় ঘুম আয়’, ‘খোকন সোনা বলি শোন’ গানগুলো গেয়েছেন স্বরলিপি। স্বরলিপির কণ্ঠে গানগুলো শুনে গাজী মাজহারুল আনোয়ার বেশ খুশি হয়েছিলেন। কারণ সাবিনা ইয়াসমিন এবং আঞ্জুমান আরার গাওয়া গান নতুন করে গাওয়া এবং তা শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া এত সহজ কোনো বিষয় নয়। তাই স্বরলিপির গায়কির প্রশংসাও করেছেন গাজী মাজহারুল আনোয়ার প্রতিটি গান রেকর্ডিংয়ের পরবর্তী সময়ে। অবশ্য গানগুলো প্রচারের সময়ও গাজী মাজহারুল আনোয়ার স্বরলিপির গায়কির প্রশংসা করেন। চলতি সপ্তাহে হঠাৎ করেই গাজী মাজহারুল আনোয়ারের সঙ্গে তার বাসভবনে তারই সান্নিধ্যে কিছুটা সময় কাটানোর সৌভাগ্য হয় স্বরলিপির। প্রায় দুই ঘণ্টা একুশে পদকপ্রাপ্ত বরেণ্য এই চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, পরিবেশক, কাহিনিকার ও গীতিকারের কাছ থেকে নানা ধরনের গল্প শোনেন তিনি। প্রতিটি গল্পের মধ্যে তিনি যেন হারিয়ে গিয়েছিলেন। তার গায়কি প্রসঙ্গে গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘স্বরলিপি এই প্রজন্মের একজন সত্যিকারের শিল্পী। গানের প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা, একাগ্রতা আমাকে মুগ্ধ করেছে। তার মতো করেই সবার গানে নিজেকে সঠিকভাবে গড়ে তুলে তারপর গানের ভুবনে আসা উচিত। স্বরলিপির জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল। আরেকটি কথা না বললেই নয়, স্বরলিপির কণ্ঠটা ভীষণ মিষ্টি। তার মিষ্টি কণ্ঠে যে কোনো গানই সুরের মাধুর্যতা ছড়িয়ে দেয়।’ স্বরলিপি বলেন, ‘এটা আমার পরম সৌভাগ্য যে, শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ারের সঙ্গে আমি বেশ আন্তরিকতার সঙ্গে জীবনের অন্যতম শ্রেষ্ঠ সময় কাটিয়েছি। যেটুকু সময় তার সঙ্গে কাটিয়েছি তা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়। কারণ তিনি এই উপমহাদেশের একজন প্রখ্যাত গীতিকবি। তার কাছ থেকে আমাদের বরেণ্য সংগীতশিল্পীদের যে গল্প শুনেছি তা চলার পথে আমাকে অনেক অনেক অনুপ্রেরণা জোগাবে। আমি সত্যিই জীবনের এ মুহূর্তটি আজীবন মনে লালন করেই এগিযে যাব।’ স্বরলিপি তার বাবা করিম শাহাবুদ্দিনের কাছেই তালিম নিয়ে নিজেকে একজন সংগীতশিল্পী হিসেবে গড়ে তুলেছেন। এই প্রজন্মের শিল্পীদের মধ্যে ভালোলাগে তার লুইপা, নন্দিতা ও প্রিয়াংকার গান। গানে তার অনুপ্রেরণা শাহনাজ রহমতুল্লাহ, রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : info@alokitobangladesh.com, alokitobd7@gmail.com, alokitobdad@gmail.com