প্রকাশ: ১২:০০:০০ AM, বৃহস্পতিবার, মে ৩০, ২০১৯ | |
ক্রিকেট বিশ্বকাপের এবারের আসর বসতে যাচ্ছে ইংল্যান্ডের মাটিতে। এ উপলক্ষে দলগুলোর সামর্থ্য ও সম্ভাবনা নিয়ে নানা ধরনের মতামত দিচ্ছেন ক্রিকেট বিশ্লেষকরা। আর বাংলাদেশ নিয়ে ব্রিটিশ মিডিয়ার সম্ভাবনাহীন মতামতের পর এবার অস্ট্রেলিয়ান মিডিয়াতেও বাংলাদেশের সম্ভাবনা অতটা ভালো করে দেখা হচ্ছে না। অস্ট্রেলিয়ার জনপ্রিয় পত্রিকা দ্য হেরাল্ড সান স্পোর্টসের মতে, বাংলাদেশের খুব বেশি সম্ভাবনা নেই এ বিশ্বকাপে। বিশ্বকাপের সব দলের ফর্ম ও খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা সম্ভাব্য কোন স্থানে দলগুলো বিশ্বকাপ শেষ করবে, তাও জানিয়েছে পত্রিকাটি। বিশ্বকাপের ১০ দল নিয়ে পত্রিকাটির আলোচনায় বাংলাদেশ দলের অভিজ্ঞ মিডল অর্ডারের প্রশংসা করা হয়। তবে দুর্বলতা হিসেবে বলা হয়, তামিম ইকবালের ধীরগতির ব্যাটিংকে। তাদের মতে, এ ব্যাটিং লাইনআপ নিয়ে তাদের জন্য ৩২০ করা বেশ কঠিন হবে। কোনো লেগ স্পিনার ছাড়া বিপক্ষ দলের ১০ উইকেট নেওয়াও বেশ কঠিন হবে বাংলাদেশ দলের জন্য। পত্রিকাটির মতে, বিশ্বকাপে বাংলাদেশ দল নবম স্থানে থেকে শেষ করবে। দ্য হেরাল্ডের মতে, বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ইংল্যান্ড ও রানার্সআপ ভারত।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : info@alokitobangladesh.com, alokitobd7@gmail.com, alokitobdad@gmail.com |