প্রকাশ: ১২:০০:০০ AM, বৃহস্পতিবার, মে ৩০, ২০১৯ | |
মার্সেল ফ্রিজ কিনে নতুন গাড়ি পেয়েছেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাজেদন্তা গ্রামের মোহাম্মদ চান মিয়া। পেশায় টাইলস মিস্ত্রি চান মিয়া ফ্রিজটি তার মায়ের জন্য কেনেন। এরপর মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন করলে নতুন গাড়ি পাওয়ার মেসেজ যায় তার মোবাইলে। এ গাড়ির মাধ্যমে ভাগ্য পরিবর্তনের সুযোগ পেয়ে চান মিয়া ও তার পরিবারে এখন খুশির জোয়ার।
মার্সেল সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে রেফ্রিজারেটর এবং ফ্রিজার ক্রেতাদের জন্য রয়েছে নতুন গাড়ি পাওয়ার সুযোগ। মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪ এর আওতায় আরও থাকছে ফ্রিজ, টিভি, এসিসহ অসংখ্য পণ্য ফ্রি পাওয়ার সুযোগ। আছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার।
বিক্রয়োত্তর সেবা অনলাইনের আওতায় আনার লক্ষ্যে সারা দেশে এ ক্যাম্পেইন চালাচ্ছে মার্সেল। দেশের যে কোনো মার্সেল শোরুম থেকে ফ্রিজ কিনে মোবাইল নম্বর দিয়ে পণ্যটি রেজিস্ট্রেশন করবেন ক্রেতা। এরপর ফিরতি এসএমএসে ক্রেতাকে নতুন গাড়ি, ফ্রি পণ্য অথবা ক্যাশ ভাউচারের অঙ্ক জানিয়ে দেওয়া হচ্ছে।
সোমবার ফুলপুরের মার্সেলের পরিবেশক শোরুম খান মোটরস অ্যান্ড ইলেক্ট্রনিক্স আয়োজিত এক অনুষ্ঠানে চান মিয়ার কাছে নতুন গাড়ি হস্তান্তর করা হয়। তার হাতে গাড়ির চাবি তুলে দেন ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, মার্সেলের ব্র্র্যান্ড আম্বাসেডর আমিন খান এবং হেড অব সেলস মো. সাখাওয়াত হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলপুর থানার এসআই সুমন মিয়া, মার্সেলের ময়মনসিংহ জোনের এরিয়া ম্যানেজার মোজাম্মেল হক, খান মটরস অ্যান্ড ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী আইয়ূব খান প্রমুখ।
নতুন গাড়ি পেয়ে আবেগাপ্লুত চান মিয়া জানান, তার বাবা বেঁচে নেই। স্ত্রী ও ছোট দুই ভাইকে নিয়ে ঢাকার সাভারে থাকেন। টাইলসের কাজ করে কোনোমতে চলে তার সংসার। গেল ২১ মে ফুলপুরের খান মোটরস অ্যান্ড ইলেক্ট্রনিক্স থেকে মাত্র ১৭ হাজার ৭০০ টাকা দিয়ে ৯ সিএফটির একটি মার্সেল ফ্রিজ কেনেন। সেই ফ্রিজেই তার ভাগ্যে নতুন গাড়ি মিলে যায়। গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ফুলপুর শহরের অ্যাম্বিশন রেসিডেনসিয়াল স্কুলের শিক্ষার্থীরা মার্সেল পণ্যের ওপর একটি দৃষ্টিনন্দন প্রদর্শনী উপস্থাপন করে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |