
প্রকাশ: ১২:০০:০০ AM, বৃহস্পতিবার, মে ৩০, ২০১৯ | |
কোরিয়ানভিত্তিক হুন্দাই গ্রুপ বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। গ্রুপটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ কার্যালয় পরিদর্শনকালে এ আগ্রহ প্রকাশ করে। ডেপুটি জেনারেল ম্যানেজার চ্যাং জিন লায়ের নেতৃত্বে দলটি বাংলাদেশের বর্তমান বিনিয়োগ পরিস্থিতি বিস্তারিত আলোচনা করেন এবং তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। চ্যাং জিন লা বেজাকে জানান, বাংলাদেশে শিল্পবিপ্লব গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সমন্বয়ে বেজার এ নিরলস প্রচেষ্টার সঙ্গে তারা একাত্ম হতে চান এবং বাংলাদেশের সার্বিক বিনিয়োগ পরিস্থিতিতে তারা ভূমিকা রাখতে চান। বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, সব বিনিয়োগকে বেজা সমান দৃষ্টিতে দেখে এবং বিনিয়োগ সফল হওয়া পর্যন্ত সব সহযোগিতা বেজা করবে। তিনি বলেন, বেজা বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে। সংবাদ বিজ্ঞপ্তি
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : info@alokitobangladesh.com, alokitobd7@gmail.com, alokitobdad@gmail.com |