প্রকাশ: ১২:০০:০০ AM, বৃহস্পতিবার, মে ৩০, ২০১৯ | |
মানববন্ধন
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
সাংবাদিক ইহসান ইবনে রেজা ফাগুন হত্যার প্রতিবাদে বুধবার সকালে স্থানীয় প্রেসক্লাবের আয়োজনে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মুখে ঘণ্টাব্যাপী সাংবাদিকসহ সুধীমহল এতে অংশগ্রহণ করেন। এ সময় প্রেসক্লাব সভাপতি এমএ হাকাম হীরার সভাপতিত্বে বক্তব্য রাখেন শেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, প্রধান শিক্ষক যোগেন চন্দ্র রায় প্রমুখ।
পুরস্কার বিতরণ
রংপুর ব্যুরো
রংপুর জেলা স্কাউটস সদস্যদের নিয়ে দুর্নীতিবিরোধী উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ বুধবার দুপুরে জেলা স্কাউট ভবনে অনুষ্ঠিত হয়েছে। দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলার উপপরিচালক শেখ মেজবাহ উদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুশান্ত চন্দ্র খাঁ, রংপুর জেলা প্রশাসক কার্যালয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা প্রমুখ। প্রতিযোগিতায় রংপুর জেলার দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ, বীর উত্তম শহীদ সামাদ উচ্চ বিদ্যালয়, প্রভাতি মুক্ত স্কাউট গ্রুপ, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রবার্টসনগঞ্জ উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়, ওব্যাট স্কুল, ক্যান্ট. বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কাউট ও গার্ল-ইন-স্কাউট সদস্যরা অংশ নেয়।
কৃষক মাঠ দিবস
বরগুনা প্রতিনিধি
বরগুনা সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার গৌরীচন্না ইউনিয়নের গৌরীচন্না গ্রামে কৃষক মাঠ দিবস পালন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মো. শাহিনুর আজম খান, বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনা মো. মতিয়ার রহমান।
আসামি গ্রেপ্তার
আড়াইহাজার (না.গঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোহাম্মদ আলী নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। আড়াইহাজার থানার এএসআই অজিত জানান, ২০১২ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় দায়েরকৃত একটি মামলায় ওই ব্যক্তির বিরুদ্ধে নারায়ণগঞ্জের আদালত থেকে সম্প্রতি দুই বছরের দ-াদেশ প্রদান করা হয়।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |