logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, মে ৩১, ২০১৯
রাশিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল

বাংলাদেশের একটি গণমাধ্যম ও বিশেষজ্ঞ প্রতিনিধি দলের জন্য রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন-রসাটম সম্প্রতি রাশিয়ার নভোভারোনেঝ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ৬নং ইউনিটে একটি পরিচিতিমূলক ট্যুরের আয়োজন করে। ইউনিটটি বাংলাদেশে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রেফারেন্স প্রজেক্ট হিসেবে বিবেচিত হয়ে আসছে। 
বাংলাদেশ প্রতিনিধি দলকে রিয়্যাক্টর ভবন, টার্বাইন ভবন, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ, প্রশিক্ষণ কেন্দ্র, শীতলীকরণ টাওয়ারসহ বিদ্যুৎ ইউনিটটির বিভিন্ন অংশ ঘুরে দেখানো এবং একই সঙ্গে কেন্দ্রটির প্রযুক্তি, কার্যক্রম, ব্যবস্থাপনা এবং নিরাপত্তাব্যবস্থার বিভিন্ন দিক বিশদভাবে ব্যাখ্যা করা হয়।
বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদালয়ের পরমাণু প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এবং জিটিভির এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা এবং দি ডেইলি স্টারের পাবনা প্রতিনিধি আহমেদ হুমায়ুন কবির। 
পারমাণবিক বিদ্যুৎ স্থাপনা পরিদর্শনের সুযোগ করে দেওয়ার জন্য রসাটমকে ধন্যবাদ জানিয়ে ড. শফিকুল ইসলাম বলেন, আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রেফারেন্স প্রকল্পটি বাস্তবে দেখতে পারা আমার জন্য ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পরিদর্শনের পর বাংলাদেশ তার প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য যে প্রযুক্তি বেছে নিয়েছে, তার ওপর আমার আস্থা আরও সুদৃঢ় হয়েছে। 
রাশিয়ার নভোভারোনেঝ বিদ্যুৎ প্রকল্পের ৬নং ইউনিটটি ৩+ প্রজন্মের ভিভিইআর ১ হাজার ২০০ রিয়্যাক্টর ব্যবহারকারী প্রথম বিদ্যুৎকেন্দ্র, যা ২০১৬ সালে দেশটির জাতীয় গ্রিডে যুক্ত হয়। পরবর্তীতে ২০১৭ সালে অনুরূপ একটি ইউনিট লেনিনগ্রাদ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প-২ এ বিদ্যুৎ উৎপাদন শুরু করে। নভোভারোনেঝ এনপিপি-২ এ তৃতীয় এমনই একটি ইউনিট ২০১৯ সালের শেষ নাগাদ বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার অপেক্ষায় রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]