প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, মে ৩১, ২০১৯ | |
রাজশাহী রেলস্টেশনে বৃহস্পতিবার টিকিট পেতে দিনভর ভোগান্তির মধ্যে ছিলেন যাত্রীরা। বুধবার রাত থেকেই রেলস্টেশনে দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। তবে কষ্ট হলেও যাত্রীরা টিকিট নিয়ে ফিরেছেন বাড়ি। তবে অনেকেই টিকিট পাননি স্টেশনে।
তাদের অভিযোগ, টিকিট কালোবাজারি হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে রেল কর্তৃপক্ষ। তাদের দাবি, স্টেশনে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টিকিট কালোবাজারির কোনো সুযোগ নেই।
তবে যারা টিকিট কালোবাজারির অভিযোগ তোলা যাত্রীদের একজন নগরীর সাগরপাড়া এলাকার বাসিন্দা আসগর আলী বলেন, টিকিট বিক্রি শুরুর আগে থেকেই তিনি লাইনে ছিলেন। সামনে বড়জোর ১০০ ব্যক্তিকে টিকিট দেওয়ার পরই কাউন্টার থেকে ঘোষণা দেওয়া হয়েছে টিকিট শেষ। কালোবাজারি না হলে টিকিট এত দ্রুত শেষ হবে না বলে দাবি করেন তিনি।
টিকিট পেয়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরের সাঈদ হাসান। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। দীর্ঘ ১১ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর তিনি বহু প্রত্যাশিত টিকিটটি পেয়েছেন।
তিনি বলেন, আমার বাড়ি রাজশাহী সদর থেকে ৩০ কিলোমিটার দূরে। টিকিট জটিলতার কারণে গতবার ঈদে ঢাকা ফিরতে সমস্যা হয়েছিল। এ কারণে এবার আগেই টিকিট কাটার চেষ্টা করেছি। কষ্ট হলেও প্রত্যাশিত টিকিটটি পাওয়া গেছে। সাঈদের মতো বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকশ’ যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে দেখা গেছে।
এদিকে রাজশাহী রেলস্টেশন যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ৯টা থেকে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও আধা ঘন্টা পরে টিকিট বিক্রি শুরু হয়। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষ দেখা দেয়।
বৃহস্পতিবার ৩০ মে যারা টিকিট সংগ্রহ করেছেন তারা আগামী ৮ জুন ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। এছাড়া ৩১ মে যারা টিকিট সংগ্রহ করবেন তারা ৯ জুন, যারা ১ জুন টিকিট সংগ্রহ করবেন তারা ১০ জুন এবং যারা ২ জুন টিকিট সংগ্রহ করবেন তারা ১১ জুনের ঢাকাগামী টিকিট পাবেন।
পশ্চিমাঞ্চল রেলওয়েরর ডেপুটি চিফ কর্মাশিয়াল ম্যানেজার ফুয়াদ হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে শান্তিপূর্ণভাবে টিকিটি বিক্রি শুরু হয়। সার্ভারের সমস্যার কারণে কিছুটা বিলম্ব হয়েছে। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই টিকিট বিক্রি চলছে।
রাজশাহী রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট আবদুল করিম জানান, বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেসসহ ঢাকার উদ্দেশে চারটি ট্রেনের টিকিট পাবেন যাত্রীরা। যাত্রীদের নির্বিঘেœ টিকিট দিতে ও কালোবাজারি ঠেকাতে আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন। ফলে টিকিট কালোবাজারির কোনো সুযোগ নেই। তিনি বলেন, মোট টিকিটের অর্ধেক ‘রেলসেবা’ নামে অ্যাপস থেকে আর বাকি টিকিট বিক্রি হচ্ছে কাউন্টার থেকে। ফলে কাউন্টারে দ্রুত টিকিট শেষ হয়ে যাচ্ছে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |