
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, মে ৩১, ২০১৯ | |
ঈদ উপলক্ষে দুস্থ ও অসহায় গরিব মানুষের জন্য সরকারের দেওয়া ভিজিএফের ১৫ কেজি চাল পেয়ে মহাখুশি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ভীমনগর গ্রামের মৃত আফসের আলীর স্ত্রী বৃদ্ধা জহিরন। বয়সের ভারে নিজে চলতে না পারলেও ১৫ কেজি চালের আশায় তীব্র গরম উপেক্ষা করে বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ ভবনে চাল নিতে আসেন তিনি। চাল পেয়ে বৃদ্ধা জহিরন জানান, এই ১৫ কেজি চাল দিয়েই এবার আমার ঈদ কাটবে। আমি বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছ থেকে চেয়ে খাই। তাই এসময় চালটা পেয়ে আমার খুব উপকার হয়েছে।
কয়েকটা দিনতো পেটভরে ভাত খেতে পারব। এ ব্যাপারে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা জানান, মূলত ঈদের উৎসব প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিলিয়ে দেওয়ার লক্ষ্যে সরকার এই কর্মসূচি চালু করেছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মোট ৭টি ইউনিয়নে ১৪ হাজার ৩৮৫টি অসহায় দরিদ্র পরিবারের মধ্যে প্রত্যেককে ১৫ কেজি করে চাল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |