logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, মে ৩১, ২০১৯
ঈশ্বরদীতে কিশোরী উদ্ধার, তিন পাচারকারী আটক
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে ভারতে পাচারের উদ্দেশে টাঙ্গাইল থেকে আনা এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। টাঙ্গাইলের গোপালপুর থানায় দায়েরকৃত মামলায় মোবাইল ট্র্যাকিং করে পুলিশ বুধবার রাতে ঈশ্বরদী বাস টার্মিনাল থেকে কিশোরীকে উদ্ধার ও পাচার চক্রের তিন সদস্যকে আটক করেছে। উদ্ধারকৃত কিশোরী টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি গ্রামের বাসিন্দা।

আটককৃতরা হলেনÑ কলকাতার ঘোষপুকুর এলাকার পরেশ চন্দ্র দাশের মেয়ে জয়িতা মান্না ওরফে পিউ ওরফে খাদিজা, কলকাতা বিরাটি হাউজিং এস্টেট এলাকার মহানন্দা বিশ্বাসের মেয়ে সানন্দা বিশ্বাস ও ঈশ্বরদীর স্কুলপাড়ার মৃত সুনীল দাশের ছেলে বিশ্বজিৎ দাশ।
উদ্ধার হওয়া কিশোরী ও আটক পাচারকারী সদস্যদের বরাত দিয়ে ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, চক্রটি ওই কিশোরীকে ফ্যাশন ডিজাইনার বানানোর প্রলোভন দিয়ে ভারতে পাচারের উদ্দেশে টাঙ্গাইল থেকে ঈশ্বরদীতে নিয়ে আসে। মঙ্গলবার রাতে তারা শহরের স্কুলপাড়ার বিশ্বজিৎ দাশের বাড়িতে ওঠে। বুধবার সারা দিন ঘোরাঘুরি করেও পাচার করতে না পারায় তারা ওই কিশোরীকে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বাস টার্মিনালে অপেক্ষা করছিল। এসময় মোবাই ট্র্যাকিং করে ঈশ্বরদী থানা পুলিশ কিশোরীকে উদ্ধার এবং তিন পাচারকারীকে আটক করে। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]