logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, মে ৩১, ২০১৯
আশুগঞ্জে গণপিটুনিতে দুই ডাকাত নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুরে গ্রামবাসীর গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় ডাকাতের হামলায় বাড়ির তিন সদস্য গুরুতর আহত হন।  পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার রাতে উপজেলার দুর্গাপুরে প্রবাসী হাবিবুর রহমানের বাড়িতে অস্ত্র নিয়ে ১২ থেকে ১৫ মুখোশধারী ডাকাত বাড়িতে প্রবেশ করে। এ সময় ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটপাটের চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজনের সঙ্গে ডাকাতের হট্টগোল হলে তাদের ওপর হামলা চালায় ডাকাতরা। হামলার পর বাড়ির লোকজন চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে দুই ডাকাতকে ধরে গণপিটুনি দিলে গুরুতর আহত হয় তারা। বাকি ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় দুই ডাকাতকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুই ডাকাত মারা যান। তাদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ হবে। ডাকাতের সঙ্গে বাড়ির সদস্যদের ধস্তাধস্তির সময় ডাকাতের হামলায় বাড়ির গৃহকর্তা হাবিবুর রহমানের ছেলে ছানাউল্লাহ মিয়া, হাবিবুর রহমানের নাতী রাহুল মিয়া ও হাবিবুর রহমানের প্রবাসী ছেলে কাউছার মিয়ার স্ত্রী প্রীতি আক্তারকে কুপিয়ে গুরুতর আহত করে। আহতদের মধ্যে ছানাউল্লাহ মিয়া ও রাহুল মিয়াকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রীতি আক্তারকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।  ব্রাহ্মণবাড়িয়া সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মকবুল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় গ্রামবাসীর দুই ডাকাতকে গণপিটুনি দিলে চিকিৎসাধীন অবস্থায় দুই ডাকাতই মারা যায়। নিহতদের লাশ জেলা সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। তবে নিহত ডাকাতদের নাম-পরিচয় পাওয়া যায়নি

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]