logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, মে ৩১, ২০১৯
নন্দীগ্রামে ছুরিকাঘাতে বাবা খুন, ছেলে আহত
আলোকিত ডেস্ক

দিনাজপুরে ২ যুবকের 
গলাকাটা লাশ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা আনোয়ার হোসেন (৪৮) নিহত হয়েছেন। এ ঘটনায় বাবার ছুরিকাঘাতে ঘাতক ছেলে রনি আহম্মেদ আহত হয়েছেন। অন্যদিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মসজিদের আম পাড়া নিয়ে প্রতিপক্ষের হামলায় মন্তর মিয়া নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। এছাড়া দিনাজপুরে দুই যুবকের গলাকাটা ও টাঙ্গাইলের কালিহাতীতে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ
বগুড়া : বগুড়ার নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা আনোয়ার হোসেন (৪৮) নিহত হয়েছেন। এ ঘটনায় বাবার ছুরিকাঘাতে ঘাতক ছেলে রনি আহম্মেদ আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নন্দীগ্রাম পৌর শহরের পূর্বপাড়ায় আনোয়ার হোসেনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক রনি আহম্মেদ পালাতক রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে আনোয়ার হোসেন তার ছেলে রনিকে হিউম্যান হলার (চার চাকার যানবাহন লেগুনা) কিনে দেন। কিছুদিন ধরে রনি তার বাবাকে গাড়ির আয়-ব্যয়ের কোনো হিসাব দেননি। এ নিয়ে তাদের মধ্য বিরোধ চলছিল। এ বিষয় নিয়ে বৃহস্পতিবার দুপুরে আনোয়ার হোসেন তার ছেলের কাছে গাড়ির হিসাব চাইলে তাদের মধ্য বাকবিত-া শুরু হয়। তখন রনি আহম্মেদ ক্ষিপ্ত হয়ে তার বাবা আনোয়ার হোসেনের পেটে ছুরিকাঘাত করেন। এসময় আনোয়ার হোসেন ওই ছুরি কেড়ে নিয়ে তার ছেলে রনিকে আঘাত করেন। এতে তার ছেলে রনিও আহত হন। একপর্যায়ে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় আনোয়ার হোসেনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্য হয়। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ছেলের ছুরিকাঘাতে বাবা খুন হয়েছেন। কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  
মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মসজিদের আম পাড়া নিয়ে প্রতিপক্ষের হামলায় মন্তর মিয়ে (৭০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার জয়চন্ডী ইউনিয়নের গাজীপুর মাস্টারের দোকান নামক এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় বুধবার রাতে নারী-পুরুষসহ ছয়জনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। স্থানীয়রা ও নিহত মন্তর মিয়ার ছেলে জাহেদ মিয়া জানান, বুধবার ইফতারের আগে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের গাজীপুর মাস্টারের দোকান এলাকার একটি মসজিদের আম গাছের আম পাড়ছিলেন কয়েকজন লোক। এ সময় মন্তর মিয়া তাদের আম পাড়তে বাধা দেন। এ নিয়ে মন্তর মিয়া সঙ্গে ওই এলাকার লাল মিয়া, রহমান কারী, পাবলু মিয়া, ছালু মিয়া ও সিপার মিয়াসহ তাদের বাড়ির মহিলাদের সঙ্গে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রহমান কারী, পাবলু মিয়া, ছালু মিয়া ও সিপার মিয়াসহ তাদের লোকজন মন্তর মিয়াকে মাটিতে ফেলে লাথি ও কিল-ঘুষি মারতে থাকেন। এতে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তার ছেলে জাহেদ মিয়া ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে জাহেদ মিয়া বলেন, আশপাশের লোকজনের চিৎকার শুনে দৌড়ে এসে দেখি লাল মিয়া, রহমান কারী, পাবলু মিয়া, ছালু মিয়া ও সিপার মিয়াদের বেপরোয়া মারধরে আমার বাবা মাটিতে অচেতন পড়ে আছেন। কুলাউড়া থানার ওসি তদন্ত সঞ্জয় চক্রবর্তী বলেন, এ ঘটনায় লাল মিয়াসহ তিনজন পুরুষ ও তিনজন নারীকে আটক করা হয়েছে। ৎ
দিনাজপুর : দিনাজপুরে দুই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। দিনাজপুরের বীরগঞ্জ থানার ওসি শাকিলা পারভীন জানান, বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের কাঁচা রাস্তার ধার থেকে দুই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন বীরগঞ্জ উপজেলার দেবীপুর গ্রামের রাজেন্দ্র নাথ রায়ের ছেলে বিপ্লব চন্দ্র রায় (২৫) ও মদনপুর এলাকার আজাহার আলীর ছেলে হানিফুর রহমান (২৮)। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। ওসি জানান, জোড়া হত্যার কারণ উদ্ঘাটনে জোর পুলিশি তৎপরতা শুরু করা হয়েছে।
টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে এক নবজাতকের লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে এলেঙ্গা ভূঞাপুর সড়কের তাঁতিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিশুটির লাশ দেখতে পান এলাকাবাসী। পরে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে খবর দেন। তবে শিশুটির পরিচয় পাওয়া যায়নি।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]