logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, জানুয়ারী ১৭, ২০২০
বুরন্ডির জসপিনে চতুর্থ হ্যাটট্রিক
স্পোর্টস রিপোর্টার

 বুরুন্ডি, মরিশাস, সিশেলসÑ বঙ্গবন্ধু গোল্ডকাপে আফ্রিকার এ তিন দলের অন্তর্ভুক্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্কে মেতেছেন সমালোচকরা। কিন্তু বুরুন্ডি ও মরিশাসের ফুটবল মান যে ভালোই, বৃহস্পতিবার দেখা গেল দুই দলের ম্যাচে। বুরুন্ডি ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়লেও শেষ বাঁশি পর্যন্ত মরিয়া হয়ে খেলেছে মরিশাস! তবে দুই দলের খেলোয়াড়ি মনোভাবের চেয়ে বেশি আলোচনা হয়েছে বুরুন্ডি ফরোয়ার্ড জসপিন সিমিরিমানা, হ্যাটট্রিক করে দলের বড় জয়ে ভূমিকা রেখেছেন। এ জয়ে বুরুন্ডির সেমিফাইনাল প্রায় নিশ্চিতই, শনিবার সিশেলসের বিপক্ষে না হারলেই শেষ চারে। অথচ তৃতীয় মিনিটে ফ্রানকুইসের গোলে লিড নিয়েছিল মরিশাস; ২৮ মিনিটে ১-১ করে হ্যাটট্রিক গোল শুরু করেন জসপিন; ৪৭ ও ৮৫ মিনিটে করেন পরের দুটি। মাঝে ৪১ মিনিটে দুর্দান্ত ফ্রিকিকে ২-১ করেন নিকুমানা। বঙ্গবন্ধু গোল্ডকাপে এটি চতুর্থ হ্যাটট্রিক; এর আগে ১৯৯৯ সালে দ্বিতীয় আসরেই তিনটি হ্যাটট্রিক দেখেছিলেন দর্শক, করেছিলেন হাঙ্গেরির ক্যারোলিট এফসির ঝল্ট সিটকু, দক্ষিণ কোরিয়া যুব দলের লি চুন-সু (৪টি) ও জাপান এফএর মাতসুকি। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]