logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, জানুয়ারী ১৭, ২০২০
বছরের শুরুতেই নতুন ধারাবাহিকে আফ্রি
বিনোদন প্রতিবেদক

 

আফ্রি সেলিনা, এ প্রজন্মের একজন দর্শকপ্রিয় অভিনেত্রী। ভালো কিছু গানের মিউজিক ভিডিওতে মডেল হয়ে যেমন আলোচিত হয়েছেন তিনি, ঠিক তেমনি ভালো কিছু নাটকে বিশেষত কিছু ভিন্ন ধরনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অভিনয় করে দর্শক মাতিয়েছেন তিনি। নতুন বছরের শুরুটা হয়েছে তার একটি নতুন ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে। সানজিদ খান প্রিন্সের পরিচালনায় আফ্রি সেলিনা ‘আলোছায়ার কাব্য’ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় শুরু করেছেন। ধারাবাহিকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার শুরু হবে। এদিকে বছরের শুরুতে তিনি নতুন সংগীতশিল্পী শাফিন খানের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মঞ্জুরুল হক মঞ্জু। দুটি কাজ নিয়েই আফ্রি সেলিনা বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘বছরের শুরুতেই একটি ভালো গল্পের ধারাবাহিকে কাজ করেছি, এটি আমার ভীষণ ভালো লাগার। আবার নতুন একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছি, এটাও অনেক ভালো লাগার। মিউজিক ভিডিওটিতে আমার সহশিল্পী হিসেবে আছেন আসিফ ইমরোজ। আমরা মঞ্জু ভাইয়ের নির্দেশনায় গানের গল্পটা যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি গানটি প্রকাশিত হলে দর্শকের ভালো লাগবে।’ এদিকে আসছে ভালোবাসা দিবসে কিংবা পহেলা বৈশাখে মুক্তি পাওয়ার কথা রয়েছে আফ্রি সেলিনা অভিনীত ইদ্রিস হায়দার পরিচালিত ভিন্ন ঘরানার সিনেমা ‘নীল ফড়িং’। তবে এ সিনেমা নিয়ে আপাতত সেলিনা কিছুই বলতে চান না। কারণ এর আগেও সিনেমাটি মুক্তি পাওয়ার কয়েকটি তারিখ নির্ধারিত হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মুক্তি পায়নি। তাই আগে সিনেমাটি মুক্তির তারিখ চূড়ান্ত হোক, তখন তিনি সিনেমাটি নিয়ে কথা বলবেন। এর আগে ফাহমিদা নবী ও বাপ্পা মজমুদারের ‘ভালোবাসি’ গানে মডেল হয়ে আলোচনায় এসেছিলেন। এছাড়া আসিফ আকবরের ‘আগুন’, ‘দু-দুবার’ ও ‘মিনারের ঘুড়ি’ গানে মডেল হয়ে আলোচনায় এসেছেন আফ্রি সেলিনা। এদিকে গেল ১২ জানুয়ারি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে আফ্রি সেলিনা অভিনীত ‘নীল ফড়িং’ সিনেমার আপন মানুষ যায় না চেনা’ গানটি। গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ, সুর-সংগীত করেছেন ইমন সাহা এবং গেয়েছেন ইমরান। গানটিতে আফ্রি সেলিনার উপস্থিতি বেশ প্রশংসিত হচ্ছে। আফ্রি সেলিনা অভিনীত আলোচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছেন ‘চিরকুট’। এটি নির্মাণ করেছেন অলোক হাসান। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]