প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, জানুয়ারী ১৭, ২০২০ | |
ইউক্রেনীয় বিমান ভূপাতিতের ঘটনায় নিহত ইরানি যাত্রীদের দাফন সম্পন্ন করা হয়েছে। ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট পিএস৭৫২-র বেশিরভাগ আরোহীই ইরানি বা ইরান-কানাডা দ্বৈত নাগরিক। তাদের মধ্যে অনেক শিক্ষার্থী ছিলেন যারা বিদেশে পড়াশোনা করতেন। ছিল প্রবাসী বেশ কয়েকটি পরিবার, যারা দেশে স্বজনদের মধ্যে ছুটি কাটিয়ে বাড়িতে ফিরছিলেন। নিহতদের অনেককে তেহরানের দক্ষিণে বেহেশত-ই জাহরা গোরস্তানে দাফন করা হয়েছে। অন্যদের লাশ বিদেশে পাঠানো হবে বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে। ৮ জানুয়ারি ইরানের ‘ভুল করে’ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনীয় যাত্রীবাহী বিমানটি ধ্বংস হয়। এতে বিমানের ১৭৬ আরোহীর সবাই প্রাণ হারান। নিহতদের মধ্যে বেশিরভাগই ইরান ও কানাডার নাগরিক। শুরুতে বিমানে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করলেও পরে চাপের মুখে সত্য প্রকাশ করতে বাধ্য হয় ইরান কর্তৃপক্ষ। কানাডার পরিবহনমন্ত্রী মার্ক গার্নাউ জানিয়েছেন, ইরানে যাওয়া কানাডীয় তদন্তকারীরা তেহরানের কাছে বিমানের বিধ্বস্ত হওয়ার স্থানটি পরিদর্শন করেছেন এবং বুধবার তাদের বিমানের ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখার কথা রয়েছে। আলজাজিরা
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |