logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, জানুয়ারী ১৭, ২০২০
ছাই চাপা পড়েছে ফিলিপাইনের বিস্তীর্ণ অঞ্চল
আলোকিত ডেস্ক


 

ফিলিপাইনের তাল আগ্নেয়গিরির অগ্নুৎপাতের জেরে বিস্তীর্ণ অঞ্চল ছাইয়ের নিচে চাপা পড়েছে। গত কয়েকদিন ধরে আগ্নেয়গিরিটি থেকে লাভার সঙ্গে উদগীরিত হচ্ছে কালোধোঁয়া আর ছাই। আর সেই ছাইয়ে ঢেকে যাচ্ছে তাল আগ্নেগিরির আশপাশের বিস্তীর্ণ অঞ্চল। সেসব ছবি একের পর এক শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে বৃহস্পতিবার আগ্নেয়গিরিটি কিছুটা শান্ত হলেও বিপদ কাটেনি বলে জানিয়েছেন ভূকম্পবিদরা। এখনও অগ্ন্যুৎপাতের কারণে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা বিরাজ করছে। নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া বাসিন্দাদের এখনই তাদের বাড়িঘরে ফেরত আসতে নিষেধ করা হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার থেকে অগ্নুৎপাতের জেরে এখনও পর্যন্ত ছোটখাটো মিলিয়ে দুই শতাধিকবার ভূমিকম্প হয়েছে। এরই মধ্যে তাল আগ্নেয়গিরির আশপাশ থেকে প্রায় ৫৩ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। অনেক দূর পর্যন্ত উড়ে বেড়াচ্ছে তালের ছাই। আর সেই ছাইয়ে ঢেকে ফেলেছে ফিলিপাইনে বাটাঙ্গাস প্রদেশসহ বেশকিছু এলাকা। বাড়ি বাইরে দাঁড়িয়ে থাকা গাড়ি এমনকি চাষের জমি, আনারসের ক্ষেত সব ছাইয়ে ঢেকে গেছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এমন প্রচুর ছবি ছড়িয়ে পড়ছে যেখানে দেখা যাচ্ছে, স্থানীয়রা বাড়ির ছাদে উঠে ছাই সরাচ্ছেন। কয়েক ইঞ্চি পুরু ছাই জমে গেছে সব জায়গায়। আনন্দবাজার, ডেইলি মেইল

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]