প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, জানুয়ারী ১৭, ২০২০ | |
নারায়ণগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা, মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী নদীর নৌপথকে নিরাপদ করার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদানকালে তিনি এ আশ্বাস দেন। ৬ দফা দাবিতে স্মারকলিপিটি প্রদান করেন নিরাপদ নৌরুট চাই একটি অরাজনৈতিক সংগঠন। এর আগের দিন সংগঠনটি একই দাবিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আহসান উল করিম চৌধুরী বাবুল, সেক্রেটারি জেনারেল মো. সবুজ শিকদার, মো. শাহ আলম, আক্তার হোসেন, কবির হোসেন প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা, মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী নদীতে প্রতিনিয়ত নৌযানের মাধ্যমে যাত্রী, খাদ্যপণ্য, জ্বালানি তেল, গ্যাস, বালু, পাথর, কয়লাসহ বিভিন্ন ধরনের পণ্য আনা-নেওয়ার কাজ করছে। কিন্তু নদীগুলোর উভয় তীরে গড়ে ওঠা বিভিন্ন কলকারখানা, সিমেন্ট ফ্যাক্টরি, ডকইয়ার্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে এলোপাতাড়ি জাহাজ বার্থিং (নোঙ্গর) করে রাখার কারণে নদীপথগুলো সংকীর্ণ হয়ে ও নাব্য সংকট দেখা দিচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |