প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, জানুয়ারী ১৭, ২০২০ | |
‘আমার তৈরি করা আর্টিফিসিয়াল বনসাই গাছ... অরিজিনাল তো অনেক দাম, আবার রক্ষণাবেক্ষণেও অনেক ঝামেলা, ঘরের সৌন্দর্য বর্ধন, ঘরের কোণে একটুখানি সবুজ কে না ভালোবাসে... তাই কৃত্রিমভাবে চেষ্টা করলাম?, জানি না কেমন হয়েছে... আসুন বেশি করে গাছ লাগাই’ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেইসবুকে এভাবেই একটি পোস্ট দেন খুলনার তরুণ উদ্যোক্তা ও গ্রাফিক্স ডিজাইনার মো. খালিদুল ইসলাম স্বাধীন (লিটন)।
লিটনের হাতে তৈরি শখের বনসাইয়ের ছবিসহ এ পোস্ট দেখে সৌন্দর্য পিপাসুরা হুমড়ি খেয়ে পড়েছেন। তারা যে কোনো মূল্যেই এ বনসাই পাওয়ার প্রত্যাশা করেন। অনেকেই কমেন্টস করেনÑ ছবি দেখে মনেই হয়নি যে এটি কৃত্রিম, বিষয়টি উল্লেখ না করলে বুঝতেই পারতাম না। অনেকেই বলেন, একটি চাই-ই চাই। শখের বনসাই নিয়ে লিটন এ প্রতিবেদকের কাছে তার বনসাই প্রেমের কথা উল্লেখ করেন। বলেছেন, কীভাবে বনসাই তৈরি করেছেন, উপকরণ, খরচ সর্বোপরি প্রেরণার উৎস্য সম্পর্কেও।
কৃত্রিম বনসাই তৈরির উপকরণ : কৃত্রিম বনসাই তৈরি করতে জিআই তার, হোয়াইট সিমেন্ট, সাধারণ সিমেন্ট, চক পাউডার, যে কোনো পানি কালার রং এবং আর্টিফিসিয়াল পাতা প্রয়োজন হয়। এর একেকটি তৈরি করতে চার থেকে পাঁচ দিন পর্যন্ত সময় লাগে।
তৈরির পদ্ধতি : কৃত্রিম বনসাই তৈরি করতে হলে প্রথমে জিআই তার দিয়ে বনসাইয়ের একটি স্ট্রাকচার তৈরি করতে হবে। এরপর সিমেন্ট, চক পাউডার ও পানি কালার রং মিক্সড করে জিআই তারে প্রলেপ দিতে হবে। এভাবে এক থেকে দুই দিন প্রলেপ দেওয়ার পর রং বিভিন্ন জায়গাতে দিতে হবে। টব, গাছের পাতা আর অন্যান্য উপকরণসহ প্রায় ৩০০ টাকা খরচ পড়ে যায়।
উদ্যোক্তা লিটন বলেন, বিভিন্ন বাসাবাড়িতে দেখি প্লাস্টিকের বিভিন্ন ধরনের গাছ, যেটা দেখলেই বোঝা যায় যে ওটা প্লাস্টিকের। আমার ইচ্ছা ছিলÑ এমন একটি গাছ, যেটি দেখলে মনে হবে পুরোপুরি আসল। আর বিশেষ করে বনসাই গাছ অনেকের একটা স্বপ্নও বটে, কিন্তু এটা দাম বেশি হওয়ায় এবং পরিচর্যার ভয়ে অনেকেই রাখতে পারে না। এ চিন্তা করেই ভাবলাম ফুল গাছ নয়, একটা বড় গাছের ছোট আকৃতি বানাব। যেটা ঘরে রাখলে ঘরের শোভা বৃদ্ধি পাবে এবং কোনো পরিচর্যা করা লাগবে না। সর্বোপরি সবাইকে গাছের প্রতি বেশি বেশি ভালোবাসা সৃষ্টি, সবার চোখের সামনেই অফিসে, কিংবা বসার রুমে বড় একটি গাছের ছোট আকৃতি দেখলে সবারই গাছকে ভালোবাসতে ইচ্ছে করবেÑ এ স্বপ্ন থেকেই আমি কৃত্রিমভাবে এ বনসাই তৈরির উদ্যোগ গ্রহণ করি। লিটন বলেন, একটি প্রতিষ্ঠানের জন্য ১০টি গাছ তৈরি করেছি। এ ১০টি সেল করার জন্য না, ওটা বিশেষ একজনের অনুরোধে করেছি, অবশ্য ?ওনারা আমাকে বিল দিতে চেয়েছে, আমি ওনাদের কাছে ঋণী তাই ভালোবাসা থেকেই করেছি।
ভবিষ্যতে এ বনসাই বাণিজ্যিকভাবে বাজারজাত করার পরিকল্পনা আছে কি নাÑ এ প্রশ্নের জবাবে উদ্যোক্তা লিটন বলেন, এখনই বাণিজ্যিকভাবে তৈরির চিন্তা নেই। কারণ প্রতিটি গাছ তৈরিতে মোটামুটি খরচ আছে, আবার অনেক সময় এবং পরিশ্রমও করতে হয়। তবে, ব্যাপক সাড়া পেলে বাণিজ্যিকভাবে চেষ্টা করবেন বলেও উল্লেখ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |