প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, জানুয়ারী ১৭, ২০২০ | |
বিআরটিএ’র ছয়টি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক যাত্রাবাড়ী, মহাখালী, বেড়িবাঁধ, উত্তরা, খিলগাঁও, শাহাজাদপুর, পল্লবী ও ঢাকা কলেজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সড়ক পরিবহন আইন, ২০১৮ ও অন্য আইনের অধীনে ৪৪টি মামলায় ৮৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ড্রাইভিং লাইসেন্স না থাকায় চার ড্রাইভারকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রধান করা হয়।
বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্টেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে যাত্রাবাড়ী ও মহাখালী, মো. নাজমুল ইসলামের নেতৃত্বে বেড়িবাঁধ ও উত্তরা, এসএম সামিরুল ইসলামের নেতৃত্বে খিলগাঁও, সেলিনা কাজীর নেতৃত্বে শাহাজাদপুর, মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীর নেতৃত্বে পল্লবী, সারাহ সাদিয়া তাজনীনের নেতৃত্বে ঢাকা কলেজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |