logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, জানুয়ারী ১৭, ২০২০
ইমরানকে আমন্ত্রণ জানাবে ভারত
আলোকিত ডেস্ক

 

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বার্ষিক সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ জানাবে ভারত। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। চলতি বছরের শেষে প্রথমবারের মতো ভারতে এসসিও বার্ষিক সম্মেলন আয়োজিত হতে চলেছে।
কাশ্মীর নিয়ে গত বছর থেকে ভারত-পাকিস্তান সম্পর্কে তীব্র উত্তেজনা চলছে। ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে সোচ্চার হয়েছে পাকিস্তান। তবে কাশ্মীর নিয়ে প্রতিবেশী দেশ দুটির দূরত্ব বাড়লেও এসসিও সম্মেলনে ইমরানকে আমন্ত্রণ জানাবে ভারত। 
এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আয়োজক দেশ হিসেবে এসসিওর আট সদস্য দেশ ও চার পর্যবেক্ষক দেশকে আমন্ত্রণ জানাবে ভারত।  সেই হিসেবে এসসিওর সদস্য দেশ হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছেও আমন্ত্রণ পাঠাবে ভারত। তবে ইমরান শেষ পর্যন্ত আসবেন কিনা, তা ঠিক করবে ইসলামাবাদই। ইমরানের প্রতিনিধি হিসেবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকেও পাঠাতে পারে দেশটি। ইউরেশিয়া অঞ্চলের অর্থনীতি, রাজনীতি ও নিরাপত্তাব্যবস্থাকে আরও উন্নত করতে ২০০১ সালে সাংহাইয়ে এক সম্মেলনে এসসিও তৈরি হয়। ভারত প্রথমে পর্যবেক্ষক দেশ হিসেবে এ সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও ২০১৭ সালে স্থায়ী সদস্যের পদ লাভ করে। একই বছর পাকিস্তানও সদস্য হয়। দ্য হিন্দুস্তান টাইমস

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]