logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, জানুয়ারী ১৭, ২০২০
সড়ক দুর্ঘটনা
কলেজছাত্রসহ তিন জেলায় নিহত ৪
আলোকিত ডেস্ক

দেশের তিন জেলায় কলেজছাত্রসহ পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চারজন। এর মধ্যে চট্টগ্রামে বাসচাপায় কলেজ, গোপালগঞ্জে দুই এবং বগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় একজন নিহত হয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের খবরÑ
চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত হন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম (১৮) মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ারা গ্রামের আবু মোহাম্মদ হানিফের ছেলে। সে বারইয়ারহাট ডিগ্রি কলেজের এইচএসসি প্রথমবর্ষের ছাত্র বলে জানিয়েছে পুলিশ। 
জোরারগঞ্জ থানার ওসি মফিজুর রহমান ভূঁইয়া জানান, পুলিশ সাইদুলের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে যান।
গোপালগঞ্জ : গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কাশিয়ানী উপজেলার খায়েরহাট এলাকায় এক শিশু ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় এবং টুঙ্গিপাড়া উপজেলার সিংগিপাড়া নামক স্থানে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। কাশিয়ানী ও টুঙ্গিপাড়া থানার ওসিরা এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের জাফর কাজীর ছেলে রিয়াদ কাজী (৭) ও বাগেরহাট জেলার কচুয়া গ্রামের হামিদ শেখের ছেলে সাইফুল ইসলাম (৪৫)।
শেরপুর (বগুড়া) : বিশ্ব ইজতেমায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হলেও শেষ পর্যন্ত যাওয়া হলো না সাইদুর রহমানের। বৃহস্পতিবার জোহরের নামাজ শেষে রাস্তা পারা হওয়ার সময় ট্রাকের চাপায় প্রাণ হারান তিনি। বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনকুন্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন, ঘাতক ট্রাকটি আটক করা যায়নি। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]