প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, জানুয়ারী ১৭, ২০২০ | |
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার। বৈঠকে দুই দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মর্কিন রাষ্ট্রদূত।
স্বাস্থসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর এবং যুক্তরাষ্ট্র অ্যাম্বেসির মিশেল অ্যাভেলম্যান, মাইকেল ফ্রিডম্যান এবং জার্সিস সিধুয়া বৈঠকে অংশ
নেন। বৈঠকে দেশের যক্ষ্মা রোগ নিরাময়ে করণীয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করার উপায়, জরুরি চিকিৎসা সরঞ্জামাদির রক্ষণাবেক্ষণ কৌশল, উন্নত স্বাস্থ্য ব্যবস্থাপনা, ঢাকার বড় হাসপাতালগুলোতে সান্ধ্যকালীন স্বাস্থ্যসেবা, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষের উন্নত সেবা প্রদান প্রসঙ্গে প্রতিনিধিরা উভয় দেশের পক্ষে কথা বলেন। স্বাস্থ্য খাতের উন্নয়নে উভয় দেশের যৌথ উদ্যোগে বেশকিছু নতুন পদক্ষেপ নেওয়া হবে এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে পরবর্তী সময়ে আবারও আলোচনায় বসবেন বলে স্বাস্থ্যমন্ত্রী ব্যক্ত করেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ সময় বলেন, দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের ভূমিকা অস্বীকার করা যায় না। আগামী দিনে দেশের স্বাস্থ্য খাতকে সোনালি যুগে নিয়ে যেতে যুক্তরাষ্ট্রের সহায়তা আরও বেশি প্রয়োজন। উভয় দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে আরও কি কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে ফলপ্রসূ প্রাথমিক আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ খুব শিগগিরই স্বাস্থ্য খাতের দৃশ্যমান অগ্রগতি মানুষের দৃষ্টিগোচর হবে।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |