logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, জানুয়ারী ১৭, ২০২০
সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন চান ভিপি নূর
ডাকসুতে হামলার বিচার দাবিতে আবার কর্মসূচি
ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ^বিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি (সহ-সভাপতি) নুরুল হক নূর ও তার সহযোগীদের ওপর হামলার বিচারের দাবিতে আবার বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য। আগামী ২৩ জানুয়ারি সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যের ব্যানারে রাজু ভাস্কর্যে এ কর্মসূচি পালন করা হবে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচির ঘোষণা দেন তারা। এ সময় তারা চার দফা দাবি উত্থাপন করেন। সংবাদ সম্মেলনে ভিপি নূর ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনেরও দাবি জানান। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ বলেন, বর্তমান বাংলাদেশ অতীতের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ স্বৈরাচারী দুঃশাসনের মধ্য দিয়ে যাচ্ছে, যার ঢেউ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কোনো অংশে কম নয়। সরকারদলীয় ছাত্রসংগঠনের সন্ত্রাস-সহিংসতার কারণে অসংখ্য শিক্ষার্থী হত্যা-খুন হয়েছেন। ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থীডাকসুতে হামলার

শারীরিক ও মানসিক নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছেন। হলে হলে সন্ত্রাস ও দখলদারিত্ব জারি রেখে, শিক্ষার্থীদের ভয় দেখিয়ে, ক্যাম্পাসগুলোকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করেছে। ডাকসুতে হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ২২ ডিসেম্বর ডাকসুতে হামলার দিন আমাদের নেতারা প্রক্টরকে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নৃশংসতা বন্ধ করতে উদ্যোগী হওয়ার কথা বললে উনি যথাসময়ে সেখানে উপস্থিত হননি, বরং উল্টো ঝাড়ি দিয়ে কথা বলেছেন। তার এ আচরণ এটা স্পষ্ট করে যে, তিনি হামলাকারী মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের মদদদাতা এবং সহযোগী।  
এ সময় চার দফা দাবি তুলে ধরেন ছাত্র ফেডারেশনের ফয়সাল মাহমুদ। দাবিগুলোর মধ্যে রয়েছেÑ শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ প্রক্টরকে অপসারণ, প্রতিটি হলে প্রশাসনিক তত্ত্বাবধানে বৈধ সিট প্রদান, হলে হলে সন্ত্রাস, দখলদারিত্ব ও গেস্টরুম-গণরুম নির্যাতন বন্ধ করা, ডাকসুতে হামলাকারীদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং ক্যাম্পাসে সব হয়রানি বন্ধ করে সবার নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা। সংবাদ সম্মেলনে ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি করেন ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, নির্বাচনের সময় পরিবর্তনের দাবি দল-মত নির্বিশেষে সবার। যেহেতু বাংলাদেশের মধ্যে ধর্মীয় সম্প্রীতি রয়েছে, সেহেতু হিন্দু ধর্মীয় ভাইদের একটি বড় উৎসবের দিনে পূজা হতে পারে, নির্বাচন নয়। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]