প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, জানুয়ারী ১৭, ২০২০ | |
বিশ্বজুড়ে প্রায় প্রতিদিনই ঘটছে নারী নির্যাতনসহ ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনা। বিশেষজ্ঞরা মনে করছেন, এ অবস্থা মোকাবিলা করার জন্য নারীদের কিছু কৌশল অবলম্বন করা উচিত। ভারতের উত্তরপ্রদেশের বারানসির শ্যাম চৌরাসিয়া নামক এক বিজ্ঞানী এবার নারীদের পাশে নিরাপত্তায় লিপস্টিক
এসে দাঁড়ালেন। সম্প্রতি নারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি তৈরি করলেন ‘লিপস্টিক গান’ নামক একটি গ্যাজেট। তবে এ লিপস্টিক গানটি দিয়ে গুলি ছোড়ার বদলে বের হবে বিকট শব্দ। এ সুরক্ষা গ্যাজেটটি কোনো নারীর কাছে থাকাকালে সে যদি বিপদে পড়ে তাহলে সে এটি ব্যবহার করে বিস্ফোরণের মতো শব্দ ঘটাতে পারবে। ওই বিকট শব্দ শুনে আক্রমণকারী ঘাবড়ে যেতে পারে এবং আশপাশের লোকজন এসে জড়ো হয়ে যাবে। তাছাড়া ‘লিপস্টিক গান’টির মাধ্যমে আপনি চাইলেই পুলিশকে জানানোর জন্য ইমার্জেন্সী নম্বরে বিপদ সংকেত পাঠাতে পারবেন। লিপস্টিক গানটি চার্জ দিয়ে ব্যবহার করতে হবে এবং এটি ব্লুটুথের মাধ্যমে মোবাইল ফোনের সঙ্গেও যুক্ত করা যাবে। তার এই গ্যাজেটটি তৈরি করতে এক মাস সময় লেগেছে। আপাতত এটির দাম পড়বে প্রায় ৬০০ টাকা। ওই অভিনব সুরক্ষা গ্যাজেটের আবিষ্কারক চৌরাসিয়া জানান, তিনি সাধারণ লিপস্টিক কভারে একটি অতিরিক্ত সকেট লাগিয়ে ‘লিপস্টিক গান’ তৈরি করেছেন। তিনি বলেন, কোনো নারী অস্বস্তিকর পরিস্থিতিতে পড়লে কেবল সকেটে লাগানো বোতামটি টিপলেই হবে। সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরণের মতো একটি বিকট শব্দ সৃষ্টি করবে এবং পুলিশের ইমার্জেন্সি নম্বরে একটি বিপদ সংকেতও চলে যাবে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এ লিপস্টিক গানটি ব্যবহার করে। এ শিক্ষার্থী জানান যে, এটি সাংঘাতিক শব্দে বিস্ফোরণ হয় আর এটি কোথাও নিয়ে যাওয়া বেশ সুবিধাজনক। এটিকে কোথাও বের করলে কেউ সন্দেহই করবে না, কারণ এটি দেখতে একদম লিপস্টিকের মতো। ওয়েবসাইট
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |