প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, জানুয়ারী ১৭, ২০২০ | |
প্রায় ৯ মাস পর এই প্রথম ২৪ ঘণ্টায় ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো রোগী হাসপাতালে ভর্তি হননি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এ তথ্য জানিয়েছেন।
ডা. আয়শা আক্তার সাংবাদিকদের বলেন, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের কোনো হাসপাতালে ডেঙ্গু রোগী চিকিৎসা নিতে আসেননি। ২৬ এপ্রিল থেকে প্রতিদিনই কোনো না কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি হয়েছেন। কিন্তু ২৬ এপ্রিলের পর থেকে ২৪ ঘণ্টায় কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেননি, যা ৯ মাসে প্রথম।
২০০০ সালে বাংলাদেশে প্রথম ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর ২০১৯ সালে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু ও আক্রান্তের সংখ্যাÑ সব দিক দিয়ে রেকর্ড হয়েছে। গেল বছর বর্ষা মৌসুমের শুরুতেই ঢাকায় ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়, রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হয় হাসপাতালগুলোকে। বহু মানুষ সরকারি হাসপাতালগুলোর মেঝেতে শুয়ে চিকিৎসা নিলেও সারা দিন অপেক্ষার পরও বেসরকারি হাসপাতালে ঠাঁই পাননি অনেক মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতেই ২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৫৬ জন। যদিও দেশের বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসকদের কাছ থেকে আরও অনেক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। গেল বছর সরকারি হিসাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। শীত মৌসুমে ডেঙ্গুর প্রকোপ কমে যায়, তারপরেও এ বছর মশাবাহিত প্রাণঘাতী এই রোগ অব্যাহত ছিল জানুয়ারির প্রথমার্ধ পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার তথ্য মতে, ১ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত ১৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২৬ জন এবং অন্যান্য বিভাগে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |