প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, জানুয়ারী ১৭, ২০২০ | |
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে দেশকে সমৃদ্ধ করতে উপকূলীয় অঞ্চলের বিদ্যমান সমস্যাকে সমাধান ব্যতিরেকে সম্ভব নয়।
কেননা অবকাঠামোগত উন্নয়ন যতই হোক তা যদি দুর্যোগের হাত থেকে রক্ষা না পায় তবে তা জনগণের জন্য সুফল বয়ে আনতে পারবে না। বৃহস্পতিবার ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) অবসরপ্রাপ্ত প্রকৌশলী অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ঝঁংঃধরহধনষব ঈড়ধংঃধষ উবাবষড়ঢ়সবহঃ ঙঢ়ঢ়ড়ৎঃঁহরঃরবং, ঈযধষষবহমবং ্ ঝঃৎধঃবমরপ চষধহহরহম’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আপনাদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা আমাদের আগামী পথচলাতে সাহায্য করবে। এরই মধ্যে বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা অঞ্চলের জন্য বাঁধ নির্মাণ ও তীররক্ষাসহ একাধিক কাজে বৈদেশিক অর্থায়নে প্রায় ৩২৮ কোটি টাকার প্রকল্প চলমান, যা ২০২২ সাল নাগাদ শেষ হবে।
এছাড়া শতবর্ষের পরিকল্পনা ডেল্টা প্ল্যানের হটস্পটগুলোর মধ্যে ৮০ শতাংশ কাজ পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে, যা বাস্তবায়নে একাধিক প্রকল্প নেওয়া হয়েছে এবং আরও প্রকল্প নেওয়ার লক্ষ্যে বৈদেশিক উন্নয়ন অংশীদারদের সঙ্গে আমাদের আলোচনা চলমান। ইঞ্জিনিয়ার (অব.) খালেদা শাহরিয়ার কবিরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক কেএম আনোয়ার হোসেন।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |