প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, জানুয়ারী ১৭, ২০২০ | |
রাজধানীর শ্যামলীতে বৃহস্পতিবার সড়ক অবরোধ করেছে ক্রিয়েটিভ ফ্যাশন নামে একটি গার্মেন্টের শ্রমিকরা। বেতন-ভাতার দাবিতে সকাল ৯টা থেকে প্রায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে তারা। অবরোধে মিরপুর সড়কসহ রাজধানীজুড়ে তীব্র যানজট ছড়িয়ে পড়ে। পরে দুপুর ১২টার দিকে অবরোধ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে ডায়নামিক গ্রুপের ক্রিয়েটিভ ফ্যাশনের সামনের সড়কে শ্রমিকরা অবস্থান নেন। এতে গাবতলী থেকে ফার্মগেট এবং আশপাশের সব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কের দুই পাশে আটকে যায় শত শত গাড়ি। রাজধানীসহ আমিন বাজার পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। কারখানার শ্রমিকদের অভিযোগ, ওই প্রতিষ্ঠানে তাদের তিন মাসের বেতন বাকি। নতুন বছরে ইনক্রিমেন্টও দেওয়া হচ্ছে না তাদের। সেই সঙ্গে দেওয়া হচ্ছে ছাঁটাইয়ের হুমকি। বকেয়া বেতন আদায়ে মালিক পক্ষকে বাধ্য করতে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, ৩ ঘণ্টার বেশি সময় ধরে ক্রিয়েটিভ ফ্যাশনের শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে সড়কে অবস্থান নেন। প্রায় সহস্রাধিক শ্রমিক রাস্তা অবরোধ করে রাখে। দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা। তারপর থেকে ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক বিভাগ) মফিজউদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন হওয়ায় স্বাভাবিকভাবেই যানজট থাকেই। তবে এর সঙ্গে যুক্ত হয়েছে শ্যামলীর শ্রমিকদের অবরোধের জের। গার্মেন্ট শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে বিকালের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়।
সড়ক অবরোধের ফলে মিরপুর রোডের জ্যাম গিয়ে ঠেকে নীলক্ষেত পর্যন্ত। বিকাল পর্যন্ত কারওয়ানবাজার থেকে গাড়ি থেমে থেমে আগায় শাহবাগের দিকে। এছাড়া, গুলশান, বাড্ডা লিংক রোডের গাড়িগুলো আগারগাঁওয়ের দিকেও ছিল তীব্র যানজট। সবচেয়ে অসহায় অবস্থায় আছে রোগীবাহী অ্যাম্বুলেন্সগুলো। গাড়ির চাপ থাকায় সহজে বের হতে পারেনি। রফিক আজম নামে এক বাসযাত্রী জানান, দুপুর ২টার দিকে শনির আখড়া থেকে বাসে ওঠেন। বিকাল ৪টার দিকে কারওয়ানবাজারে পৌঁছেন। স্বাভাবিক যানজটে এক ঘন্টার বেশি লাগার কথা নয়। কিন্তু তার ২ ঘন্টা লেগেছে।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |