প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, জানুয়ারী ১৭, ২০২০ | |
ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে বৃহস্পতিবার ভোর ৬টার সময় সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঘন কুয়াশা থাকায় দিকনির্ণয় বয়াবাতি না দেখতে পেয়ে পাঁচটি ফেরি মাঝ নদীতে বিভিন্ন পয়েন্টে নোঙ্গরে রাখতে বাধ্য হয় ফেরি চালকরা। এ সময় শিমুলিয়া ঘাটে চার শতাধিক ছোট-বড় যানবাহন আটকে পড়ে। বেলা ১১টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এ নৌরুটে মোট ১৪টি ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল আলম জানান, ঘন কুয়াশার কারণে দিকনির্দেশক সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে আসে। এ সময় চালকরা পাঁচটি ফেরি মাঝ নদীর বিভিন্ন পয়েন্টে নোঙ্গর করে রাখতে বাধ্য হয়। দুর্ঘটনা এড়াতে ভোর ৬টার সময় এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।
পরে কুয়াশা কেটে গেলে বেলা ১১টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে ছোট-বড় প্রায় চার শতাধিক যানবাহন, এদের মধ্যে পণ্যবাহী গাড়ির সংখ্যাই বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ কমে আসে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |