logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, জানুয়ারী ১৭, ২০২০
কুষ্টিয়ায় আদিবাসীদের উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ-অবস্থান
কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মহিলা কলেজের বাণিজ্য বিভাগের শিক্ষক তুহিন বিশ্বাসের বিরুদ্ধে আদিবাসী সম্প্রদায়ের বসতবাড়ি উচ্ছেদের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বসতবাড়ি উচ্ছেদের প্রতিবাদে তারা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও আমরণ অনশনের জন্য অবস্থান করছে। 

বুধবার দুপুর ১২টার দিকে তুহিন বিশ্বাস তার সাঙ্গপাঙ্গ নিয়ে আদিবাসী সম্প্রদায়ের বসতি উচ্ছেদ করতে গেলে তারা সংঘবদ্ধ হয়ে রুখে দাঁড়ালে তুহিন বিশ্বাস দৌড়ে পালিয়ে যায়। পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর এসএম রফিক আদিবাসীদের বসতি রক্ষার প্রতিবাদে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি এমএ মুহাইমিন আল জিহানের অফিসের সামনে অবস্থান নেয়। এ সময় সহকারী কমিশনার ভূমি তাদের আইনি সহায়তার আশ্বাস দিলে তারা বিক্ষোভ মিছিল নিয়ে কুমারখালী থানায় গেলে ওসি জাহাঙ্গীর আলম তাদের তুহিন বিশ্বাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করতে বলেন। 
ভুক্তভোগীরা জানান, বুজরুখ দুর্গাপুর মৌজার এসএ ৩/৩৪০ ও আরএস ৩৪০নং খতিয়ানের আটটি দাগে প্রায় ৮ বিঘা সম্পত্তি যার মালিক বাংলাদেশ সরকার পক্ষে ডেপুটি কমিশনার। ওই সম্পত্তি আতাউর রহমান সুজন, কুমারখালী সরকারি কলেজ ও আদিবাসীরা বরাদ্দ নিয়ে ভোগদখল করে আসছে। এরই মধ্যে উল্লেখিত জমির ১৬ শতাংশ জমিতে তুহিন বিশ্বাস  জোরপূর্বক মার্কেট নির্মাণ করেছে এবং সরকারি কলেজের নামে ৯৮ শতক জমি দখলের পাঁয়তারা করছেন। এ বিষয়ে অভিযুক্ত তুহিন বিশ্বাস জানান, আমি কথা বলব কাগজপত্র নিয়ে। সরকারি জমি কীভাবে ক্রয় করেন সে বিষয়ে প্রশ্ন করলে তুহিন বিশ্বাস কৌশলে এড়িয়ে যায়।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]