logo
প্রকাশ: ১২:০০:০০ AM, সোমবার, ফেব্রুয়ারী ৩, ২০২০
নির্যাতিত মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যুৃ
নিজস্ব প্রতিবেদক

 

রাজধানীর হাইকোর্ট এলাকার ফুটপাত থেকে উদ্ধার হওয়া মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃতদেহে ধর্ষণের আলামত পাওয়া গেছে। রোববার দুপুরে মৃত ওই নারীর ময়নাতদন্ত শেষে এসব তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ফরেনসিক মেডিসিনের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস।
ডা. প্রদীপ বিশ্বাস আরও বলেন, নিহত নারী ধর্ষিত হয়েছে এমন আলামত আমরা পেয়েছি। মৃত্যুর আগে তাকে ধর্ষণ করা হয়েছে। এছাড়া তার পায়ে আঘাত ছিল। যা দেখে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। তার হাতে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ছিল। 
এ আঘাত দেখে মনে হচ্ছে, কেউ তাকে আঘাত করেছে। আমরা কিছু পরীক্ষার জন্য রক্ত, ডিএনএ ও ভিসেরা সংগ্রহ করেছি। পরীক্ষার রিপোর্ট পেলে ফাইনাল রিপোর্ট দেওয়া হবে। এছাড়া তাকে আঘাতের কারণে রক্তক্ষরণ হয়েছে। সেই রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এর আগে শনিবার সকাল সারে ১০টার দিকে শাহবাগ থানা পুলিশ হাইকোর্ট ও কদম ফোয়ারা সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাতনামা হিসেবে লাশ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠায়। রোববার দুপুরে ওই লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ।
মৃত ওই নারীর বড় ভাই মহসিন উদ্দিন জানান, তাদের বাড়ি বরিশালে। তার বোনের নাম মাসুমা আক্তার। 
চার বছর ধরে সে মানসিক রোগে ভুগছিল। ২৩ জানুয়ারি সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। শনিবার বিকালেই পুলিশের মাধ্যমে তার মৃত্যুর খবর শুনতে পাই। পরে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে গিয়ে তার লাশ শনাক্ত করি। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]