
প্রকাশ: ১২:০০:০০ AM, সোমবার, ফেব্রুয়ারী ৩, ২০২০ | |
৩১ জানুয়ারি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার-২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোট ১৬টি সেবা ক্যাটাগরিতে নির্বাচিত এয়ারলাইনগুলোকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হয়। এতে এমিরেটস সেরা এয়ারলাইন, কাতার এয়ারওয়েজ সেরা কার্গো এয়ারলাইন, এয়ার এশিয়া সেরা বাজেট এয়ারলাইন এবং নভোএয়ার সেরা ডমেস্টিক এয়ারলাইন নির্বাচিত হয়। অনুষ্ঠানে স্বর্ণ ট্রফি বিজয়ী এয়ারলাইন প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশে কাতারের রাষ্ট্রদূত আহমেদ মং হামেদ আল-দেহাইমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবায়েতুল ইসলাম, প্রখ্যাত সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং অনলাইন ট্রাভেল এজেন্সি শেয়ার ট্রিপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাশেফ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |