logo
প্রকাশ: ১২:০০:০০ AM, সোমবার, ফেব্রুয়ারী ৩, ২০২০
লেনদেনে এগিয়ে বস্ত্র খাত
নিজস্ব প্রতিবেদক

 

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৯টি খাতের ৩৫৬টি কোম্পানির ৪৬৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫০ কোটি ৬০ লাখ টাকার বা ১৮ দশমিক ৭০ শতাংশ লেনদেন হয়েছে বস্ত্র খাতে। এর মাধ্যমে বস্ত্র খাত লেনদেনের শীর্ষ স্থানে উঠে এসেছে।
৩৬ কোটি ৫২ লাখ টাকা বা ১৩ দশমিক ৪৯ শতাংশ লেনদেনে হলে দ্বিতীয় উঠে আসে সিমেন্ট খাত এবং ৩৩ কোটি ৭৩ লাখ টাকা বা ১২ দশমিক ৪৬ শতাংশ লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে বিদ্যুৎ ও জ্বালানি খাত।
এছাড়া প্রকৌশল খাতে ৩৩ কোটি ৫৪ লাখ টাকা বা ১২ দশমিক ৩৯ শতাংশ, বীমা খাতে ২০ কোটি ৩১ লাখ টাকা বা ৭ দশমিক ৫০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১৮ কোটি ৬৩ লাখ টাকা বা ৬ দশমিক ৮৮ শতাংশ, বিবিধ খাতে ১৪ কোটি ১ লাখ টাকা বা ৫ দশমিক ১৮ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে ১২ কোটি ৩৩ লাখ টাকা বা ৪ দশমিক ৫৬ শতাংশ, আর্থিক খাতে ১০ কোটি ৯ লাখ টাকা বা ৩ দশমিক ৭৩ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৮ কোটি ৯৪ লাখ টাকা বা ৩ দশমিক ৩০ শতাংশ, ব্যাংক খাতে ৮ কোটি ৬৮ লাখ টাকা বা ২ দশমিক ৫৮৮ শতাংশ, সিরামিকস খাতে ৫ কোটি ৫৯ লাখ টাকা বা ২ দশমিক ০৬ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২ কোটি ৪৫ লাখ টাকা বা দশমিক ৯০ শতাংশ, পাট খাতে ২ কোটি ৩২ লাখ টাকা বা দশমিক ৮৬ শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে ২ কোটি ২৯ লাখ টাকা বা দশমিক ৮৫ শতাংশ লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]