logo
প্রকাশ: ১২:০০:০০ AM, সোমবার, ফেব্রুয়ারী ৩, ২০২০
মেলবোর্নে রাজত্ব জোকোভিচেরই
স্পোর্টস ডেস্ক


 অস্ট্রেলিয়া ওপেনের নতুন চ্যাম্পিয়নকে বরণ করে নিতে উন্মুখ ছিল মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনার বড় অংশ। কিন্তু পারলেন না ডমিনিক টিম। আগের দিন বলেছিলেন, নোভাক জোকোভিচ অস্ট্রেলিয়ার রাজা; সেই রাজার রাজত্ব অটুটই থেকে গেল! তবে শুরুটা করেছিলেন দুর্দান্ত জয় দিয়ে। একসময় ২-১ সেটে এগিয়ে প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের স্বপ্ন দেখছিলেন অস্ট্রিয়ান টিম। তবে শেষ দুই সেটে জোকোভিচ বুঝিয়ে দিয়েছেন কেন তিনি মেলবোর্ন পার্কে অবিসংবাদিত সম্রাট। প্রায় ৪ ঘণ্টার লড়াইয়ের স্কোর ৬-৪, ৪-৬, ২-৬, ৬-৩, ৬-৪। সাতটি ট্রফি নিয়ে আগে থেকেই টুর্নামেন্টের সফলতম জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনে অষ্টম শিরোপা জিতে সার্ব তারকা এখন সবার ধরাছোঁয়ার বাইরে। ১৭টি গ্র্যান্ডস্লাম নিয়ে রজার ফেদেরার আর রাফায়েল নাদালের পরেই তার অবস্থান। ফেদেরার জিতেছেন ২০টি, নাদাল একটি কম।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]